বাংলাদেশ এবং বাংলাদেশী সংস্কৃতি আবারো প্রমান করলো ভদ্র এবং মেধাবী লোকজনের জায়গা বাংলাদেশ নয়। রাস্তায় যখন ছাত্ররা নামলো এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়ের পয়সাওয়ালারা নড়াচড়া করা শুরু করলো তখন ভ্যাট প্রত্যাহার হয়ে গেলো। কত দ্রুত কাজ হয়। মাত্র ৩টা বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়মিত ছুটির মাত্র কয়েকদিন আগে ছুটি ঘোষনা করেছে। এতেই সরকারের গদি নড়ে গেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিবারকে অভিনন্দন !
অন্যদিকে ৩৭ টা সরকারি বিশ্ববিদ্যালয় অচল এবং সেখানে শিক্ষকদের দাবি চলছে আজ কয়েকমাস ধরে। এতে কারো কিছুই যায় আসেনা। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়েই সরকারির চেয়ে কম যোগ্যতার শিক্ষক আছেন। মাল সাহেবের মত মালাতগুলোও তাদের ক্ষেত্রে 'জ্ঞানের অভাব' বলার সাহস পাননি। তাহলে কি আমাদেরও রাস্তায় নামতে হবে? নাহলে কেউ শুনবেনা?
আমার সন্দেহ আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মত সরকারি বিশ্ববিদ্যালয়গুলো এক হতে পারবে কিনা। কারন এখানে এখন বুদ্ধিজীবিরা বুদ্ধির ব্যবসা করতে আসবেন। উনাদের একটা অনুরোধ করব-- দয়া করে যেসব ছাত্র পড়িয়েছেন তাদের সম্পর্কে এবং আপনি কি পড়িয়েছেন তা নিয়ে একবার ভাবুন। আপনার বেশিরভাগ ছাত্ররাই আজ আপনার বিরুদ্ধে অবস্থান করছে। এর একটা মানে হতে পারে আপনি যা পড়িয়েছেন তা ভুল ছিলো। কারন আপনি এমন কিছু শিক্ষিত অসভ্য তৈরি করেছেন যারা প্রশাসনের সর্বোচ্চ জায়গায় বসে ভাবে আপনি তাদের জীবন ধ্বংস করে দিয়েছেন। একবারও ভাবেনা আপনার শিখানো শিক্ষা দিয়েই সে আজকে এমন জায়গায় যেতে পেরেছে যেখান থেকে আপনাকে অত্যন্ত তুচ্ছ মনে হয়।
কষ্টও লাগছে, কিন্তু বুঝতে পারছি এইজন্যই শত শত মেধাবী লোকজন বিদেশে এসে আর দেশে ফিরেনা। অন্য দেশের সেবা করে। আমি অতি মেধাবীদের কথা জানিনা। তবে মেধাবীরা আজীবন একটা কষ্ট নিয়ে বেচে থাকে। তাদের প্রত্যেকটা পাওয়ার পিছনে একটা গভীর দীর্ঘশ্বাস লুকিয়ে থাকে। প্রতিটা achievement এর পরেই তারা ভাবে এইটা যদি নিজের দেশের জন্য করতে পারতাম !
আমি একজন ভালো চাকুরে হতে পারতাম কর্পোরেট সেক্টরে। এখন নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে এই ভেবে যে কেন এই পেশায় আসলাম। আমার পরিবার চায়নি কোনদিনই। পরিবারের কাছে হাতজোড় করে মাফ চাইবার সময় এসেছে।
No comments:
Post a Comment