Wednesday, September 2, 2015

শাবিপ্রবি নিয়ে তামাশা চলছে; রাজনৈতিক তামাশা

ফাজলামির একটা সীমা সবসময়ই থাকতে হয়, নাহলে সীমাহীনতার অপরাধ অনেক পাপ ঢেকে আনে। শাবিপ্রবি গড়ছেন শাবিপ্রবির শিক্ষকরা, উনারা এতদিনে ওখানকার লতাপাতাগুলোকেও চিনেন বলে আমি মনে করি। কিন্তু কোন বিবেচনায় সেখানে বাহির থেকে ভিসি নিয়োগ দেয়া হয় তা আমার মাথায় ঢোকেনা। যেসব লোকগুলো বিশ্ববিদ্যালয়ের চালিকাশক্তি, পুরো বিশ্ববিদ্যালয়টাকে সচল রাখেন তাদের সচল রাখতে একজনকে নিয়োগ দেয়া হয় বাহির থেকে যে কিনা ভার্সিটিটাকে ঠিকমত চিনেন ই না। এইসব আজীব যুক্তিগুলো কর্তাব্যক্তিদের দেয় কে? ওদের চাকরি কেড়ে নেয়া উচিত। জাবিতেও এইরকম একটা নোংরামি করা হয়েছিল। সেটার ফল ভাল হয়নি এবং দুঃখের বিষয় ওখান থেকে কেউ কোন শিক্ষাও নেয়নি।

শাবিপ্রবিতে কি কোন সিনিয়র শিক্ষক নাই যিনি উপাচার্য হতে পারেন? তাহলে কেন এই নোংরামিগুলো করেন নীতি নির্ধাকেরা?

No comments:

Post a Comment

:: প্লেজারিজম এবং ফিডম ফাইটারস এর এস নিয়ে টানাটানি ::

 মানুষজন প্লেজারিজম নিয়ে কথা বলছে ফেসবুকে। ভালো লাগছে যে এতে যদি কারো কারো সেলফ - এস্টীম জন্মায়। চাকরির শুরুতে সব কাজ করার পরে যখন দেখতাম আর...