Wednesday, September 2, 2015

বিশ্ববিদ্যালয়গুলো দৈন্যতায় ভুগছে নাকি?

বিশ্ববিদ্যালয়গুলো সবসময়ই দেশকে ভাল কিছু করার প্রেরনা যোগায়। এই প্রেরনা বাংলাদেশ সবচেয়ে বেশি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই। আমি কি করে জানি তা? কিছুটা দেখেছি, কিছুটা ইতিহাস পড়ে জেনেছি। বাংলাদেশ এই বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে অনেক ঋনী। কিন্তু ইদানীংকালের ঘটনাপঞ্জি দেখে মনে হচ্ছে দিন বদলে গেছে; এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বরং বাংলাদেশের কাছে ঋনী হয়ে যাচ্ছে। উদাহরন? 

১। অধ্যাপক আনোয়ারউল্লাহ (ঢাবির একটা মেয়ে হলে মধ্যরাতে পুলিশ ঢোকায়)
২। অধ্যাপক আনোয়ার (জাবিতে ভিসি হিসেবে নিয়োগপ্রাপ্ত এবং একটা কলঙ্ক)
৩। ফরাসউদ্দিন (শিক্ষকদের পিঠে অপদার্থ সিল লাগিয়ে দিলেন)
৪। অধ্যাপক আমিনুল হক (শাবিপ্রবিতে গডফাদার হয়ে গেছেন)
এগুলো আমি যখন থেকে শিক্ষা ও রাজনীতি বুঝতে শিখেছি তখন থেকে দেখা অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলা। এই সময়ে ঢাবি অসংখ্য ভাল কাজ করেছে তাতে কোন সন্দেহ নাই।

অপ্রাসঙ্গিক বটে, কিন্তু এই ভদ্রমহিলার মত অপদার্থ আমি কোথাও দেখেছি বলে মনে পড়ছেনা। দয়া করে ভিডিওটা দেখবেন। আমি ঠিক বুঝতে পারিনা উনি কোথা থেকে ভদ্রতা শিখেছেন। উনার প্রশ্নগুলো দেখেন বিনা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে!

ভিডিওর লিঙ্কঃ 

No comments:

Post a Comment

:: প্লেজারিজম এবং ফিডম ফাইটারস এর এস নিয়ে টানাটানি ::

 মানুষজন প্লেজারিজম নিয়ে কথা বলছে ফেসবুকে। ভালো লাগছে যে এতে যদি কারো কারো সেলফ - এস্টীম জন্মায়। চাকরির শুরুতে সব কাজ করার পরে যখন দেখতাম আর...