বেশ কিছুদিন ধরে ছাত্র/ছাত্রীদের বিভিন্ন মন্তব্য দেখছি শিক্ষকদের সম্পর্কে। ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ছাত্র/ছাত্রীদের মন্তব্যগুলোই বেশি নজর কারে; যেহেতু আমি নিজেও এদের কাউকে কাউকে ক্লাসে পেয়েছি। এরা কখন কি ধরনের মন্তব্য করতে পারে তার সাথে আমি কিছুটা পরিচিতও বটে। ওদের অনেক ক্ষোভের সাথে আমি সহমর্মী অবস্থায় থাকলেও বলবো ছাত্র/ছাত্রীরা যেন নিজেদের সংবরন করে, কারন আমি মনে করি শিক্ষাগুরুর বিরুদ্ধে কথা বলার মধ্যে কোন অর্জন নাই, বরং বর্জন ই আছে। চলুন নিজেকে দিয়েই উদাহরণ দেই; আমি আপনাদের যা পড়াতে পেরেছি, আপনারা অনেকেই হয়তো তার চেয়ে বেশি জানতেন। কিন্তু এটাও মনে রাখবেন আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি। হয়তো আমার সাধ্য টা আপনার চেয়ে অনেক কম। তাই বলে আমার নামে চারটা খারাপ কথা বলা আপনার জন্য শোভনীয় হবেনা। এতে মানুষ আপনাকে সঠিকভাবে চিনতে পারবেনা। মনে রাখবেন, একটা বিশ্ববিদ্যালয়ে শুধু শিক্ষকরাই শিখান না, আরও অনেকে অনেক কিছু শিখায় এবং সেটাকেই সামগ্রিক শিক্ষা বলে। আমি আশা করছি আপনাদের সামগ্রিক শিক্ষার লেবেলটা অনেক উঁচু থাকবে।
ছাত্র/ছাত্রীদের ক্ষোভ প্রকাশের ধরনের সাথে আমি একমত না হলেও ওদের অনেক কথার পিছনে যুক্তি আছে বলে মনে করছি। বর্তমান জাবি প্রশাসন ফিন্যান্স বিভাগে শিক্ষক নিয়োগে যে ধরনের মানসিকতার/বিবেচনার পরিচয় দিয়েছেন, উনাদের কপাল ভালো যে জাবি সরকারি বিশ্ববিদ্যালয়। ঢাকার নামকরা যেকোন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই ধরনের নিয়োগ নিয়ে তুলকালাম বেধে যেত। ওই নিয়োগের পড়ে বর্তমান উপাচার্য
মহোদয়কে ঠিক কথায় ও কাজে মিলাতে পারিনি। আমার অত্যন্ত খারাপ লেগেছে এই কারনে যে বর্তমান উপাচার্য মহোদয়কে কাছ থেকে দেখেছি এবং উনি এইধরনের কিছু করবেন নিজের ইচ্ছায় বা অন্যের চাপে তা আমি ভাবিনি কোনদিন। উপাচার্য মহোদয় চলে যাবেন একটা নির্দিষ্ট সময় পড়ে, কিন্তু বাকি সব একই থেকে যাবে, ক্ষতগুলো দিনে দিনে আরও অনেক বড় হবে। একদিন উপাচার্য মহোদয় অবসরে চলে যাবেন, ক্ষতগুলো তখনো থেকে যাবে। তো উনি যখন পিছন ফিরে এতগুলো বড় বড় ক্ষত দেখবেন তখন উনার কেমন লাগবে তা আমার খুব জানতে ইচ্ছে করবে !
BBA পড়ার সময় একজন স্যার বলেছিলেন ‘ পারলে অন্যের উপকার করবেন, ইচ্ছে না হলে করবেন না। কিন্তু কোনভাবেই কারো ক্ষতি করবেন না’। আরেকজন স্যার বলেছিলেন, ‘সমুদ্রের মত বিশাল হতে’। প্রথমজনের কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি এখনো, কিন্তু পরেরজনের কথাটা কিভাবে পালন করি? কারন আমি তো পুকুরে থাকি, আমার আশেপাশে সবাই আরও ছোট পুকুর থেকে উঠে এসে বড় পুকুরে আসার আনন্দে উদ্ভটের মত লাফাচ্ছে !!
No comments:
Post a Comment