আহা কি সুন্দর সন্মান বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ! গালি দিবে কিন্তু সেটাকে গায়ে মাখানো যাবেনা, পাছে সন্মান নষ্ট হয় !!
_______________________________________________________
সন্মানিত সচিব মহোদয়রা যেভাবে শিক্ষকদের নিয়ে কথা বলছেন, সবিনয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে আপনার সন্তানকে কেন বিদ্যাপীঠে পাঠান। শিক্ষকরা যদি এতই খারাপ প্রজাতির হয়ে থাকেন, তাহলে আপনি কেন এইসব শিক্ষকদের কাছে শিক্ষা নিয়েছিলেন? ধরলাম আপনি ভুল করেছেন, আপনার সন্তানদেরকেও কেন ভুল করাচ্ছেন?
আমি বুঝিনা দেশে সরকারটা আসলে কে চালায় বা বর্তমানে দেশে সরকার নামক বস্তুটির কোন ভূমিকা আছে কিনা। কিছু লোক অপদার্থের মত কথা বলছেন প্রশাসনের উচ্চ পর্যায় থেকে একটা বিশাল জনগোষ্টীকে অপমান করে, সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। সরকার তো ঘুমাচ্ছেই, তথাকথিত সুশীল সমাজের কাউকেও এইটা নিয়ে মাথা ঘামাতে দেখলাম না। এটা আবারো প্রমান করে শিক্ষকরা আসলেই অবহেলিত এই সমাজে; মানুষ যে কোন মুখে আবার বলে শিক্ষকদের সন্মান আছে আমার মগজে তা ঢুকেনা।
সাভারে একটা PATC আছে, আমার এক বন্ধুর কল্যানে কয়েকবার ওখানে যাবার সুযোগ হয়েছিলো। ওইটার শান সৌকত দেখলে মনে হত এখানে ভালো শিক্ষা দীক্ষাই দেয়া হয়। কিন্তু এখন তো দেখছি আমার ধারনা ভুল। ওখান থেকে একেকজন 'গায়ে মানেনা আপনি মোড়ল' তৈরি হোন যাহারা কোন ব্যাপারে ঠিকমত ব্যাখ্যাও দিতে পারেনা। শিক্ষকরা তাদের দাবি দাওয়া নিয়ে কথা বললেই টাকার প্রসঙ্গ নিয়ে আসেন উনারা, কিন্তু টাকা চাইলে বলেন সন্মান আছে টাকার দরকার কি; ভাবটা এমন যে শিক্ষকরা ভাত খায়না, উনাদের পেট ভরে আসমানি প্রক্রিয়ায়। আবার সন্মান চাইলে বলে তোমার বেতন স্কেলতো অনেক নিচের, তুমি কেন উপড়ে উঠতে চাও? (প্রমাণ warrant of precedence). একজন উপাচার্যকে একজন সচিবের নিচের ধাপে কোন বিবেচনায় রাখা হয়?
প্রায়ই যুক্তি দেয়া হয় শিক্ষাঙ্গনে রাজনীতি আছে। আরে বাপ রাজনীতি নাই কোথায়? আপনি সচিবের যেই পদখানায় বসে আছেন সেটা রাজনীতিরই ফসল। আপনার চেয়ে কম রাজনীতি করতে হয় শিক্ষকদের। আর যেটুকু করতে হয় সেটুকু আপনার বা সরকারের অব্যবস্থাপনার জন্যই করতে হয়। যেকোন বিশ্ববিদ্যালয়ের ৭০-৮০% ছাত্র/ছাত্রী বা শিক্ষক ক্যাম্পাসে রাজনীতি চায়না। এরা ক্যাম্পাস রাজনীতিকে ঘৃনা করেন। কিন্তু ক্যাম্পাসে রাজনীতি জিইয়ে রেখেছে কে? হয় আপনাদের মত লোকজন বা সরকার। কই আপনাদের তো কোনদিন দেখিনি শিক্ষাঙ্গনে রাজনীতি বন্ধ করার উদ্যেগ নিতে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে আপনারা আরও বিভাজনের চেষ্টা করেন অন্তত বিশ্ববিদ্যালয়গুলোতে। 73 Act এর চারটা বিশ্ববিদ্যালয়ে আপনরা তেমন কিছু করতে না পারলে বাকিগুলাতে যা করেন তা অত্যন্ত লজ্জাজনক।
_______________________________________________________
সন্মানিত সচিব মহোদয়রা যেভাবে শিক্ষকদের নিয়ে কথা বলছেন, সবিনয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে আপনার সন্তানকে কেন বিদ্যাপীঠে পাঠান। শিক্ষকরা যদি এতই খারাপ প্রজাতির হয়ে থাকেন, তাহলে আপনি কেন এইসব শিক্ষকদের কাছে শিক্ষা নিয়েছিলেন? ধরলাম আপনি ভুল করেছেন, আপনার সন্তানদেরকেও কেন ভুল করাচ্ছেন?
আমি বুঝিনা দেশে সরকারটা আসলে কে চালায় বা বর্তমানে দেশে সরকার নামক বস্তুটির কোন ভূমিকা আছে কিনা। কিছু লোক অপদার্থের মত কথা বলছেন প্রশাসনের উচ্চ পর্যায় থেকে একটা বিশাল জনগোষ্টীকে অপমান করে, সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। সরকার তো ঘুমাচ্ছেই, তথাকথিত সুশীল সমাজের কাউকেও এইটা নিয়ে মাথা ঘামাতে দেখলাম না। এটা আবারো প্রমান করে শিক্ষকরা আসলেই অবহেলিত এই সমাজে; মানুষ যে কোন মুখে আবার বলে শিক্ষকদের সন্মান আছে আমার মগজে তা ঢুকেনা।
সাভারে একটা PATC আছে, আমার এক বন্ধুর কল্যানে কয়েকবার ওখানে যাবার সুযোগ হয়েছিলো। ওইটার শান সৌকত দেখলে মনে হত এখানে ভালো শিক্ষা দীক্ষাই দেয়া হয়। কিন্তু এখন তো দেখছি আমার ধারনা ভুল। ওখান থেকে একেকজন 'গায়ে মানেনা আপনি মোড়ল' তৈরি হোন যাহারা কোন ব্যাপারে ঠিকমত ব্যাখ্যাও দিতে পারেনা। শিক্ষকরা তাদের দাবি দাওয়া নিয়ে কথা বললেই টাকার প্রসঙ্গ নিয়ে আসেন উনারা, কিন্তু টাকা চাইলে বলেন সন্মান আছে টাকার দরকার কি; ভাবটা এমন যে শিক্ষকরা ভাত খায়না, উনাদের পেট ভরে আসমানি প্রক্রিয়ায়। আবার সন্মান চাইলে বলে তোমার বেতন স্কেলতো অনেক নিচের, তুমি কেন উপড়ে উঠতে চাও? (প্রমাণ warrant of precedence). একজন উপাচার্যকে একজন সচিবের নিচের ধাপে কোন বিবেচনায় রাখা হয়?
প্রায়ই যুক্তি দেয়া হয় শিক্ষাঙ্গনে রাজনীতি আছে। আরে বাপ রাজনীতি নাই কোথায়? আপনি সচিবের যেই পদখানায় বসে আছেন সেটা রাজনীতিরই ফসল। আপনার চেয়ে কম রাজনীতি করতে হয় শিক্ষকদের। আর যেটুকু করতে হয় সেটুকু আপনার বা সরকারের অব্যবস্থাপনার জন্যই করতে হয়। যেকোন বিশ্ববিদ্যালয়ের ৭০-৮০% ছাত্র/ছাত্রী বা শিক্ষক ক্যাম্পাসে রাজনীতি চায়না। এরা ক্যাম্পাস রাজনীতিকে ঘৃনা করেন। কিন্তু ক্যাম্পাসে রাজনীতি জিইয়ে রেখেছে কে? হয় আপনাদের মত লোকজন বা সরকার। কই আপনাদের তো কোনদিন দেখিনি শিক্ষাঙ্গনে রাজনীতি বন্ধ করার উদ্যেগ নিতে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে আপনারা আরও বিভাজনের চেষ্টা করেন অন্তত বিশ্ববিদ্যালয়গুলোতে। 73 Act এর চারটা বিশ্ববিদ্যালয়ে আপনরা তেমন কিছু করতে না পারলে বাকিগুলাতে যা করেন তা অত্যন্ত লজ্জাজনক।
No comments:
Post a Comment