ঘটনা-০১
বিশেষ কারনে হরতালের মধ্যে-ই আজ বেরোতে হলো রাস্তায়। জীবনযাত্রা নরমাল আছে বলে-ই মনে হলো। অনেক মানুষ ই জীবন ও জীবিকার তাগিদে ঝুকি নিয়েও ঘর ছেড়েছে। কিন্তু একটা জিনিস না বললেই নয়, তা হলো হরতালটা আসলে মরার উপড় খাড়ার ঘা হিসেবে চলছে। হরতালে সব ঠিক থাকলেও মানুষের জীবনযাত্রার খরচ অনেক বেড়ে গেছে। আগে গাড়িতে করে তিন টাকায় যেখানে যেতাম এখন সেখানে যেতে মিনিমাম ১৫ টাকা লাগে। গরিব মানুষগুলোকে আরো একবার চুষে খাওয়া আর কি। হাসিনা বা খালেদা কি এসবের খবর রাখেন? বা তাদের সুপুত্ররা?
রাস্তায় দুই ব্যাক্তির আলোচনাঃ
১মঃ এই যে এত মানুষ মরছে, যারা মারছে তারা পরে এগুলো টিভিতে দেখেনা? দেখে খারাপ লাগেনা? ওদের কি মনে হয়না যে একদিন ওদের ও এরকম অবস্থা হতে পারে?
২য়ঃ ওদের এটা হবার চান্স নাই। কারন ওরা কাউকে মারার সাথে সাথে-ই উপর থেকে ফোন পায় এবং শুনে " তোরা খুব ভাল করেছিস, এভাবে চালিয়ে যা। কিছু টাকা পাঠালাম তোরা চা পানি খাস"। এসবের পরে কার আর ঐসব বাজে কথা ভাবতে ভাল লাগে?
ঘটনা -০২
জাবিতে কিছু গায়ে মানেনা আপনি মোড়ল জন্ম নিছে। জাকসু নির্বাচনের তারিখ দিছে। যে একটা নির্বাচন মানে কি তা ঠিকমত বুঝেনা সে আবার নির্বাচনের তারিখ ঘোষনা করে। ক্যাম্পাসের এক কোনা যারা সচল রাখতে পারেনা তারা আবার নির্বাচনের তারিখ দেয়। গত কয়েক মাস পরে জখন ক্যাম্পাস টা একটু সচল হবার পথে তখনি আবার উনাদের চুলকানি শুরু হয়ে গেছে। এরা আবার মিডিয়ার সামনে বলে এরা নাকি ক্যাম্পাস সচল রাখতে চায় !!! মায়ের মত জাবির সাথে এমন বেঈমানি বিধাতা সইবেন কি?
No comments:
Post a Comment