আমি অনেকদিন ধরেই লিখবো ভাবছিলাম এই ব্যাপারটা নিয়ে, কিন্তু লেখা হয়ে উঠেনি। আজ অনেককে ফেসবুকে এটা নিয়ে লিখতে দেখলাম। তাই ভাবলাম নিজের মতটাও একবার দেই। হয়তো অনেকের সাথে মিলবেনা, আগেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের অতি প্রিয় এক জায়গার নাম। এখানে আমাদের জীবনচরিত্রের এতো কিছু ঘটেছে যে তা বলে বা লিখে শেষ করা যাবেনা। তাই এইটাকে নিয়ে আমাদের আবেগও সীমাহীন। কতভাবেই না দেখি এই অতিপ্রিয় ক্ষুদ্র জায়গাটিকেঃ প্রথম প্রেম, প্রথম স্বাধীনতা, প্রথম গোঁফে তা দিয়ে রাত ২-৩টা অব্দি আড্ডা দেয়া………… ইত্যাদি।
এই প্রিয় জায়গাটিকে সংক্ষেপে জাবি বলেই চিনি আমরা। নিজেরা ডাকিও এই নামে। কিন্তু ইদানিং এটাকে জানবিবি বলা শুরু হয়েছে। আমার কাছে মনে হয়েছে ব্যাপারটা অনেকটা হিপ হপ কালচারের মত। কিন্তু যারা ডাকেন এই নামে তাদের কাছে এইটা নাকি ইমোশনের বহিঃপ্রকাশ। হতে পারে; কথায় যুক্তি আছে। কিন্তু, আমরা কি সব ইমোশন সব জায়গায় বা সব ক্ষেত্রে প্রয়োগ করি? উত্তর হলো ঃ না। উদাহরন দেখি চলুন।
প্রথম ভালবাসার মানুষটিকে যখন আপনি বিয়ে করেন, তখন কেমন লাগে? জীবনটাই অন্যরকম বেহেশত মনে হয়। বউকে তখন কত নামেই না ডাকেন, যেমন, জান, পাখি, সোনা ইত্যাদি। কিন্তু কয়দিন এই নামে বউকে মানুষের সামনে ডেকেছেন? আমার অভিজ্ঞতা বলে, আমরা যখন বউকে মানুষের সাথে পরিচয় করিয়ে দেই, তখন খাটি বাংলাতেও অস্বস্তি লাগে। আমরা পরিচয় করাই এইভাবেঃ উনি আমার ওয়াইফ।
তারমানে কি দাড়াচ্ছে? আপনি আপনার ইমোশন নিয়ে আপনার বউকে পরিচয় করান না। তাহলে জাবিকে পরিচিত করার জন্য কেন আপনার অন্য নাম লাগবে? জাবি নামটা যথেষ্ট নয় কেন? এই জায়গায় আপনার ইমোশন কেন জাবির পরিচয় কেড়ে নিতে চাইছে? একবার চিন্তা করে দেখবেন প্লীজ। আপনারা অনেকে এই ক্যাম্পেইনটা শুরু করলে একসময় হয়তো জানবিবি নামটা established হয়ে যাবে, কিন্তু হারিয়েও যাবে অনেক কিছু। আমার অনুরোধ হল, চলুন জাবিকে জাবিই বলি বিশ্বদরবারে। বাকি নিজেদের মধ্যে কি বললাম তাতো ভালবাসারই বহিঃপ্রকাশ
No comments:
Post a Comment