Monday, September 14, 2015

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন প্রসঙ্গে

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে কিন্তু ভাংচুর করছেনা। কেউ তার লাখ টাকার গাড়ি নিয়ে বের হয়ে শূন্য হৃদয় নিয়ে ঘরে ফিরছেন না। ব্যাপারটা প্রশংসনীয় এবং শিক্ষনীয়।

সাথে আরও একটা ব্যাপার আছে শিখার। তা হলো ঢাকা শহরে এতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমতি যারা দিয়েছিলেন তারা অনেকেই বোকাদের স্বর্গে বসবাস করেন ! long term plan নামক কোন কিছু এরা জীবনে কোনদিন শুনেনি। এখান থেকে অবশ্য আমাদের মহামান্য সচিবদের ( যারা শিক্ষা মন্ত্রনালয়ে আছেন বা ছিলেন) কর্মদক্ষতা সম্পর্কে একটা আন্দাজ করা যায়।

No comments:

Post a Comment

:: প্লেজারিজম এবং ফিডম ফাইটারস এর এস নিয়ে টানাটানি ::

 মানুষজন প্লেজারিজম নিয়ে কথা বলছে ফেসবুকে। ভালো লাগছে যে এতে যদি কারো কারো সেলফ - এস্টীম জন্মায়। চাকরির শুরুতে সব কাজ করার পরে যখন দেখতাম আর...