Saturday, September 12, 2015

শিক্ষা সেক্টরের ভন্ডবাবাদের থেকে সাবধান করবে কে?

দয়া করে দায়িত্বশীল interpretation করবেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আপনাকে উদ্দেশ্য করে লেখা নয় অবশ্যই।
_______________________//____________

চাকরি মাত্র কয়েক বছরের। কাজ করেছি অনেক বড় বড় শিক্ষক, সচিব/আমলা, অনেক নীতিবান শিক্ষক, অনেক মিডিয়াবাজ শিক্ষক ইত্যাদির সঙ্গে। অনেককেই দেখেছি শিক্ষা এবং শিক্ষার অধিকার ও পরিবেশ নিয়ে অনেক লম্বা লম্বা কথা বলতে। ছাত্রজীবন থেকেই দেখেছি। ভাবতাম এরা আসলেই ভাল মানুষ। কিন্তু বড় হয়ে এদের যখন লম্বা লম্বা এর জায়গায় হাম্বা হাম্বা করতে দেখেছি তখন থেকে নিজেকে অনেক ভাল মানুষ হিসেবে গণ্য করছি। কারন আমার চেয়েও নষ্ট মানসিকতার লোকজন আছেন। আমি প্রতিদিনই ফেসবুক বা পত্রিকার পাতা খুলে আশা করি উনারা শিক্ষা ও শিক্ষা নিয়ে আজকের এই অসভ্যতামি নিয়ে কিছু বলবেন। কিন্তু নাহ, উনাদের মুখে ফেভিকল দেয়া আছে। দুর্দান্ত কলাম লেখকদের কলম থেমে গেছে, গলাবাজদের গলা শুকিয়ে গেছে, লম্বা লম্বার জায়গায় আবার সেই হাম্বা হাম্বা। আবারো প্রমান পেলাম মানুষ প্রজাতির মধ্যে আমার চেয়েও কম নৈতিকতার মানুষ আছেন।
________________________//____________

একটা গল্প মনে পড়ে গেলো এই প্রসঙ্গে। সুইডেন দিয়ে আমার বিদেশ গমন শুরু। প্রথমবার দেশের বাইরে আসা, তাও আবার হঠাত করেই। সুইডেনের সুন্দর সুন্দর মেয়েদের দেখতাম ওরা আমাদের মত লোকজনদের পাত্তাই দেয়না। কিন্তু আফ্রিকার কাল্লুমামাদের সাথে সেইরকম খাতির। চিন্তায় পড়লাম, কারন আমার মনে হতো আফ্রিকারগুলোর চেয়ে তো আমরা সুন্দর। তখনো আসলে সাদাকালোর আসল পার্থক্যটা বুঝতে পারিনি। একদিন এক মুরুব্বীকে অন্য এঙ্গেল থেকে ব্যাপারটা জিজ্ঞেসই করে ফেললাম। তো উনি যা বললেন ঃ
সুইডিশ মেয়েরা নিজেদের বাইরে আমাদের মত হলুদ চামড়ার লোকদেরকে বেশ পছন্দ করতো এবং বিয়েও করতো। কিন্তু বিয়ের পরে আমাদের চেহারা বদলে যেত, আমরা ওইসব মেয়েদের গায় হাত ও তুলতাম। কিন্তু একটা সুইডিশ মেয়েতো ভাবতেও পারেনা যে স্বামী গায়ে হাত তুলবে। ডিভোর্স অনিবার্য। কিন্তু আমরা কেন হাত তুলতাম গায়ে? আমরা আসলে পাসপোর্ট পাবার পরে ইচ্ছে করেই হাত তুলতাম যাতে সে আমাদের ছেড়ে যায় এবং আমরা দেশ থেকে আমাদের আসল বউকে নিয়ে আসতে পারি। এইরকম ঘটনা ঘটতে থাকলে সুইডিশ মেয়েরা বুঝে যায় আমরা আসলে মিছকা শয়তান, আমাদের বিশ্বাস করলে ঠকার সম্ভাবনা আছে। কে এত ঝামেলায় যায়? এরচেয়ে কালুগুলাই ভালো। ওরা ভন্ডামি করেনা, আগে থেকেই জানা যে এরা বিশ্বাস করার মত না। সুতরাং এখানে পেইন কম।
___________________________//___________
কিছু কি মিলে যায় আজকের বাস্তবতার সঙ্গে? কিছু কি শিখার আছে এই ঘটনা থেকে?

No comments:

Post a Comment

:: প্লেজারিজম এবং ফিডম ফাইটারস এর এস নিয়ে টানাটানি ::

 মানুষজন প্লেজারিজম নিয়ে কথা বলছে ফেসবুকে। ভালো লাগছে যে এতে যদি কারো কারো সেলফ - এস্টীম জন্মায়। চাকরির শুরুতে সব কাজ করার পরে যখন দেখতাম আর...