অসমর্থিত সূত্রমতে ফেসবুকে দেখতে পাচ্ছি মুজিব হত্যামামলার আরেকজন আসামি গ্রেপ্তার হয়েছে ভারতে। দয়া করে এই লোককে কথা বলতে দেয়া হোক এবং আমাদেরও শুনতে দেয়া হোক এদের বক্তব্য কি। যদি ঘটনা সত্যি হয়, ভারত নিয়ে আমার হতাশাটা আরো একধাপ বেড়ে যাবে। ক্যামনে কি?
আজ ইতিহাসের ছাত্র হয়েছিলাম কিছুক্ষণের জন্য। পর্যবেক্ষন ...
- আমি ভেবেছিলাম স্বাধীনতার পরে বাংলাদেশে শেখ হাসিনা সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি (২১ আগস্টে বেঁচে গেছেন বলে)। কিন্তু আজ মনে হলো খন্দকার মোস্তাক আরো বেশি লাকি। এর তো কোন শাস্তিই হয়নি একটা পুরো দেশকে কক্ষচ্যুত করে দেয়ার জন্য। যেখানে মীরজাফরের বংশধরেরা এখনো কোন এলাকার স্থায়ীভাবে থাকতে পারেনা, মোস্তাকের ছেলে আমেরিকায় আর মেয়েরা লন্ডনে... কি আরাম!!
- মুজিব পরবর্তী সময়ে নাকি দেশে খুব আইন শৃংখলা চলে এসেছিলো। শুনেছিলাম। কিন্তু মুজিবের খুনিরা যেভাবে টিভি সাক্ষাৎকারে বা জনসভায় গর্বভরে বলছে তারাই উনাকে খুন করেছে... ব্যাপারটা ভুতের মুখে রাম নাম মনে হলো।
এই নিয়েই প্রশ্ন ...
- জিয়াউর রহমান কেন মুজিবের খুনিদের এতো জামাই আদর করেছিলেন? অন্যরা তো আছেই, এই যে সদ্য প্রয়াত মাজেদের জন্য ও উনার মেলা স্নেহ ছিলো দেখলাম।
উত্তর জানার ইচ্ছা আছে। তবে গালাগালি বা রাজনৈতিক অন্ধ সমর্থন থাকলে দুরে থাকবেন প্লীজ।
No comments:
Post a Comment