- একজন রাষ্ট্রপতিও আরেকজন মানুষ, কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতায় আমরা উনাকে প্রথম ব্যক্তি করে নেই। তাই উনারও দায়িত্ব থাকে উনার কাজ গুলো যেন এক নম্বর হয়। তাই রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছেন এমন কেউ যখন আবারো খুনের কারনে গ্রেপ্তার হয় তাতে আমি খুবই লজ্জিতবোধ করি। আমি এখানে খুনের দায় রাষ্ট্রপতির উপড় চাপাচ্ছিনা, আমাদের বর্তমান রাষ্ট্রপতি এইদিক দিয়ে অনেক ক্লিন মানুষ। তবে ঐ ব্যক্তি ক্ষমার যোগ্য ছিলো কিনা তা বিশদভাবে দেখা হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছি বিনীতভাবে।
- পুলিশ, ডিসি, এবং আরো অনেকে ধান কাটছেন। ভালো কথা। এটার ভালোদিক আছে যদি এটা অন্যদের উৎসাহিত করতে পারে। কিন্তু মন্দদিক হলো, আপাতত এটাকে পুরাই নখরামি মনে হচ্ছে। উনাদের কাজ এটা না। উনাদের কাজ হলো এই কাজটা যাতে সঠিকভাবে সম্পন্ন হয় তার ব্যবস্থা করা। তাই আমার বিবেচনার উনার আসলে উনাদের সঠিক কাজটি করছেন না।
- ইনারা ধান কাটতে পারেন, তবে সেটা যদি ডিসি হিসেবে প্রটোকল নিয়ে না গিয়ে সাধারন মানুষ হিসেবে করতেন, আরো বেশি ভালো লাগতো। সাঙ্গ পাঙ্গ নিয়ে গিয়ে করোনার সময়ে দূরত্ব না মেনে সমাজকে যে ভুল মেসেজ দিচ্ছেন সেটার দায় কে নিবে? নাকি শুধু এইসব হুজুরেরা করলেই সমস্যা? অতঃপর প্রশ্ন জাগবে এইসব শিক্ষিত লোকগুলো কবে পড়ালেখা শুরু করবে মানুষ হবার জন্য?
No comments:
Post a Comment