Monday, May 25, 2020

বিজ্ঞান ও ধর্ম

ধরুন, আপনি অনেক বিজ্ঞান মনষ্ক। তাই বিজ্ঞান নিয়ে আপনার চিন্তাভাবনা অন্যদের থেকে অনেক আলাদা। এতে প্রায়শই আপনি ভেবে বসেন বাকি যারা আপনার মতের সাথে মিল রাখেন না তারা হয়তো বিজ্ঞান বিমুখ। কিন্তু এমনটা নাও হতে পারে। আপনি কি ভেবে দেখেছেন - বিজ্ঞান আসলে দুটো প্রশ্নের উত্তর দেয় বা খোঁজেঃ কি এবং কিভাবে। বিজ্ঞান 'কেন' প্রশ্নের উত্তর দিতে পারে না পুরোপুরি। যেমন ধরুন, বিজ্ঞান আপনাকে বলে দিবে আপনার ছেলে হয়েছে, এবং সেটা কিভাবে হয়েছে। কিন্তু ছেলে কেন হলো তার উত্তর দিতে পারেনা সঠিকভাবে। এই তৃতীয় প্রশ্নের উত্তর তাহলে অন্যকেউ নিয়ন্ত্রণ করেন - যিনি বাকি দুটো প্রশ্ন তৈরি করেছেন এবং বিজ্ঞানকে সেগুলোর উত্তর দেয়ার ক্ষমতা দিয়েছেন

No comments:

Post a Comment

:: প্লেজারিজম এবং ফিডম ফাইটারস এর এস নিয়ে টানাটানি ::

 মানুষজন প্লেজারিজম নিয়ে কথা বলছে ফেসবুকে। ভালো লাগছে যে এতে যদি কারো কারো সেলফ - এস্টীম জন্মায়। চাকরির শুরুতে সব কাজ করার পরে যখন দেখতাম আর...