Friday, May 29, 2020

ঈদ ই মিলাদুন্নবী

আমাদের দেশের মানুষজন এতোই সহজ সরল যে একটা বাকা জিনিস ও যখন আমাদের জীবনে ছড়িয়ে দেয়া হয়, আমরা তাও সহজ সরলভাবে গ্রহন করে নেই। তেমনিভাবেই আমরা কোন এককালে ঈদ এ মিলাদুন্নবী নামক এক জিনিসকে আপন করে নিয়েছি - নবীজীর জন্মদিন পালন করি আমরা সেদিন।
এই বিষয়ে কয়েকটা কথা ...

১। নবীজী কতো তারিখে জন্মগ্রহণ করেছেন তার সহি কোন ধরনের কোন তথ্য নাই। কয়েকটা তারিখ এসেছে একেবারে প্রথমদিকের বর্ননায়। ইসলামের পণ্ডিতগণ এগুলোর কোনটাকেই সঠিক ধরে নিতে পারেন নি কারন প্রতিটা তারিখের পক্ষে বিপক্ষে যুক্তি আছে।


২। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, প্রথমদিককার বর্ননায় ১২ ই রবিউল আউয়াল তেমন জোরালোভাবে আসেনি। বরং অন্য একটা দিন আরো জোরালোভাবে এসেছে। তাই আমরা যে ১২ তারিখে জন্মদিন পালন করি, এটার আসলে তেমন ভিত্তি নাই।


৩। একবার কি ভেবে দেখা উচিৎ না, যদি জন্মদিন পালনের দরকার থাকতো, তাহলে উনার জন্মদিনটা সংরক্ষণ কি করা হতোনা? কোরআনের মতো এমন মহান কাজকে সংরক্ষণ করা গেছে, কিন্তু জন্মদিন করা হয়নি। এটা কি কোন দিক নির্দেশনা দেয় না?


৪। নবীজী প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। উনাকে জিজ্ঞেস করা হলে উনি বলেছিলেন যে এই দুইদিন আল্লাহকে বান্দার হিসাব দেখানো হয়। আমি চাই আল্লাহ তখনি আমার হিসাব দেখুন যখন আমি রোজা আছি। সোমবার সম্পর্কে আরো বলেছেন উনি যে আমি সোমবারে জন্মগ্রহণ করেছি এবং আমার কাছে ওহী আসা শুরু হয়েছে সোমবারে।


এগুলো থেকে শিক্ষা নিলে বুঝা যাবে জন্মবর্ষ পালনের জন্য তেমন উৎসাহ দেয়া হয় নাই। বরং জন্মের দিনটাকে মহিমান্বিত করে দেয়া হয়েছে যাতে মানবজাতির কল্যাণ হয়। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন। আপনার কৃতকর্মের হিসাব শুধু আপনাকেই দিতে হবে। আর রোজা সম্পর্কে আল্লাহ বলেছেন, রোজা আমার জন্য এবং আমিই এর প্রতিদান দিবো।

Monday, May 25, 2020

মুজিব হত্যার আসামি


অসমর্থিত সূত্রমতে ফেসবুকে দেখতে পাচ্ছি মুজিব হত্যামামলার আরেকজন আসামি গ্রেপ্তার হয়েছে ভারতে। দয়া করে এই লোককে কথা বলতে দেয়া হোক এবং আমাদেরও শুনতে দেয়া হোক এদের বক্তব্য কি। যদি ঘটনা সত্যি হয়, ভারত নিয়ে আমার হতাশাটা আরো একধাপ বেড়ে যাবে। ক্যামনে কি?

 আজ ইতিহাসের ছাত্র হয়েছিলাম কিছুক্ষণের জন্য। পর্যবেক্ষন ...

- আমি ভেবেছিলাম স্বাধীনতার পরে বাংলাদেশে শেখ হাসিনা সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি (২১ আগস্টে বেঁচে গেছেন বলে)। কিন্তু আজ মনে হলো খন্দকার মোস্তাক আরো বেশি লাকি। এর তো কোন শাস্তিই হয়নি একটা পুরো দেশকে কক্ষচ্যুত করে দেয়ার জন্য। যেখানে মীরজাফরের বংশধরেরা এখনো কোন এলাকার স্থায়ীভাবে থাকতে পারেনা, মোস্তাকের ছেলে আমেরিকায় আর মেয়েরা লন্ডনে... কি আরাম!!
- মুজিব পরবর্তী সময়ে নাকি দেশে খুব আইন শৃংখলা চলে এসেছিলো। শুনেছিলাম। কিন্তু মুজিবের খুনিরা যেভাবে টিভি সাক্ষাৎকারে বা জনসভায় গর্বভরে বলছে তারাই উনাকে খুন করেছে... ব্যাপারটা ভুতের মুখে রাম নাম মনে হলো।

এই নিয়েই প্রশ্ন ...

- জিয়াউর রহমান কেন মুজিবের খুনিদের এতো জামাই আদর করেছিলেন? অন্যরা তো আছেই, এই যে সদ্য প্রয়াত মাজেদের জন্য ও উনার মেলা স্নেহ ছিলো দেখলাম।

উত্তর জানার ইচ্ছা আছে। তবে গালাগালি বা রাজনৈতিক অন্ধ সমর্থন থাকলে দুরে থাকবেন প্লীজ।

গণতন্ত্র


- একজন রাষ্ট্রপতিও আরেকজন মানুষ, কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতায় আমরা উনাকে প্রথম ব্যক্তি করে নেই। তাই উনারও দায়িত্ব থাকে উনার কাজ গুলো যেন এক নম্বর হয়। তাই রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছেন এমন কেউ যখন আবারো খুনের কারনে গ্রেপ্তার হয় তাতে আমি খুবই লজ্জিতবোধ করি। আমি এখানে খুনের দায় রাষ্ট্রপতির উপড় চাপাচ্ছিনা, আমাদের বর্তমান রাষ্ট্রপতি এইদিক দিয়ে অনেক ক্লিন মানুষ। তবে ঐ ব্যক্তি ক্ষমার যোগ্য ছিলো কিনা তা বিশদভাবে দেখা হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছি বিনীতভাবে।

- পুলিশ, ডিসি, এবং আরো অনেকে ধান কাটছেন। ভালো কথা। এটার ভালোদিক আছে যদি এটা অন্যদের উৎসাহিত করতে পারে। কিন্তু মন্দদিক হলো, আপাতত এটাকে পুরাই নখরামি মনে হচ্ছে। উনাদের কাজ এটা না। উনাদের কাজ হলো এই কাজটা যাতে সঠিকভাবে সম্পন্ন হয় তার ব্যবস্থা করা। তাই আমার বিবেচনার উনার আসলে উনাদের সঠিক কাজটি করছেন না।

- ইনারা ধান কাটতে পারেন, তবে সেটা যদি ডিসি হিসেবে প্রটোকল নিয়ে না গিয়ে সাধারন মানুষ হিসেবে করতেন, আরো বেশি ভালো লাগতো। সাঙ্গ পাঙ্গ নিয়ে গিয়ে করোনার সময়ে দূরত্ব না মেনে সমাজকে যে ভুল মেসেজ দিচ্ছেন সেটার দায় কে নিবে? নাকি শুধু এইসব হুজুরেরা করলেই সমস্যা? অতঃপর প্রশ্ন জাগবে এইসব শিক্ষিত লোকগুলো কবে পড়ালেখা শুরু করবে মানুষ হবার জন্য?

বিজ্ঞান ও ধর্ম

ধরুন, আপনি অনেক বিজ্ঞান মনষ্ক। তাই বিজ্ঞান নিয়ে আপনার চিন্তাভাবনা অন্যদের থেকে অনেক আলাদা। এতে প্রায়শই আপনি ভেবে বসেন বাকি যারা আপনার মতের সাথে মিল রাখেন না তারা হয়তো বিজ্ঞান বিমুখ। কিন্তু এমনটা নাও হতে পারে। আপনি কি ভেবে দেখেছেন - বিজ্ঞান আসলে দুটো প্রশ্নের উত্তর দেয় বা খোঁজেঃ কি এবং কিভাবে। বিজ্ঞান 'কেন' প্রশ্নের উত্তর দিতে পারে না পুরোপুরি। যেমন ধরুন, বিজ্ঞান আপনাকে বলে দিবে আপনার ছেলে হয়েছে, এবং সেটা কিভাবে হয়েছে। কিন্তু ছেলে কেন হলো তার উত্তর দিতে পারেনা সঠিকভাবে। এই তৃতীয় প্রশ্নের উত্তর তাহলে অন্যকেউ নিয়ন্ত্রণ করেন - যিনি বাকি দুটো প্রশ্ন তৈরি করেছেন এবং বিজ্ঞানকে সেগুলোর উত্তর দেয়ার ক্ষমতা দিয়েছেন

:: প্লেজারিজম এবং ফিডম ফাইটারস এর এস নিয়ে টানাটানি ::

 মানুষজন প্লেজারিজম নিয়ে কথা বলছে ফেসবুকে। ভালো লাগছে যে এতে যদি কারো কারো সেলফ - এস্টীম জন্মায়। চাকরির শুরুতে সব কাজ করার পরে যখন দেখতাম আর...