[একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারকে ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগ প্রসঙ্গ]
অবাক অনেকে হচ্ছে, আমি বাংলাদেশের শিক্ষাখাতের অসভ্যতামি নিয়ে অবাক হওয়া অনেক আগেই ছেড়ে দিয়েছি। এরপরেও এখানে একটু অবাক হলাম। এরকম একটা ঘটনা কি করে ঘটে? বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ফাইলে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। এর আগে এই ফাইলে অনেক দপ্তর ঘুরে - শিক্ষা, প্রধানমন্ত্রী ইত্যাদি... কারোরই এই অসঙ্গতিটা চোখে পড়লোনা? দুটো ব্যাপার হতে পারে ... প্রশাসনে যারা কাজ করেন তারা একেবারেই অথর্ব অথবা পা থেকে মাথা পর্যন্ত মরিচা পরে গেছে!
বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে মেশা বা কাজ করার সূত্রে বুঝতে পেরেছি সরকারি চাকুরেরা বিশেষ করে বিসিএসের মাধ্যমে যারা সরকারি চাকরিতে ঢুকেন তারা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের খুব একটা পছন্দ করেন না। এদের শিক্ষার প্রতি বিশাল ক্ষোভ, এবং কারো কারো ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে না পারার ক্ষোভ! ইনারা ইনাদের কাজে কর্মে যতভাবে সম্ভব এই শিক্ষকদের এবং বিশ্ববিদ্যালয়গুলোকে হেনস্থা করতে এক পা ও পিছু যান না... কয়েক মাস আগে বাংলাদেশ গিনিস বুকে নাম লিখানোর মতো একটা কাজ করেছে। বিশ্ববিদ্যালয় নিয়ে একটা কমিটি করেছে যেখানে একজন শিক্ষক ও ছিলেন না। রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী কারোরই কোন সমস্যা দেখা যায়নি এইরকম একটা অস্বাভাবিক ব্যাপারে।
আরো কিছু গ্রুপ নিজের স্বার্থে বা হীনমন্যতায় সাগ্রহে যোগ দেন এই ঘৃণার উৎসবে। তারা কারা?
- সদ্য পাশ করে বের হওয়া বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটরা। এরা বাইরে গিয়ে এক খান ১০হাজার টাকা বেতনের চাকরি জুটাইয়া নিজের থেকে ২ বছরের সিনিয়রকে বস হিসেবে পেয়ে স্যার বলতে বলতে মুখের ফেনা বের করেন, কিন্তু সুযোগ পেলেই নিজের শিক্ষকদের ধুমাইয়া গালি দেন। নিজের স্যারদের নামের পরে স্যার যুক্ত করতে ভীষণ লজ্জা পান, পাছে কেউ আবার ইনাদের ব্যাকডেটেড ভাবে। যেসব গ্রাম থেকে আসা ছেলেমেয়েদের ঠিকমতো জামাকাপড় পড়া শিখাইছি তারা এখন মূল্যায়ন করে আমাদের ... তাদের থেকে কতো টাকা কম বেতন পাই, তাদের থেকে কতোটা কম আরামের জীবনযাপন করি, আমাদের উপরি কামাই আছে কিনা বা কত এইসব দিয়ে... ব্যর্থতা আমাদের, শিক্ষা দিতে পারিনি!
- পুলিশ ও আর্মিঃ এই দুইটা গ্রুপই একধরনের মানুষ পিটানোর বিকৃত প্রশিক্ষন নিয়ে জীবনযাপন করে। নিজেরা স্বাধীন দেশে পরাধীনের মতো থাকে, কারন দুই চারজন হোমরা চোমড়া ইনাদের চালান। তাই বিশ্ববিদ্যালয়গুলোতে মানুষজন এহেন স্বাধীনতা ভোগ করবে, এই ব্যাপারটা উনারা ঠিক হজম করতে পারেন না। একবার শুধু জেনে দেখবেন পুলিশ বা আর্মি বিশ্ববিদ্যালয়ে ছাত্র পিটিয়ে কি মজা পায়!!
- আমাদের সবার প্রিয় রাজনীতিবিদরাঃ ইনাদের সম্পর্কে শুধু এটুকুই বলবো যে বিশ্ববিদ্যালয়ে না পড়লে ওখানকার পরিবেশ বা শিক্ষা সম্পর্কে কারোরই সম্যক বা সঠিক জ্ঞান থাকার কথা না। এটা খুবই স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক হলো, উনারা যেটা জানেন না সেটা জানার জন্য বিশ্ববিদ্যালয়ে যান না, যান ঐ যে সেসব মানুষদের কাছে যারা অলরেডি শিক্ষা ও বিশ্ববিদ্যালয়কে ঘৃনা করে...
No comments:
Post a Comment