- বন্ধু হতে হয় আবু বকর (রাঃ) এর মতো যে কিনা এক বাক্যে বলে দেয় যে উনি [নবী]যদি এটা বলে থাকেন তাহলে তা অবশ্যই ঘটেছে [ঘটনা শবে মেরাজ]। ভিতরটা পরিষ্কার থাকা চাই সবার আগে...নইলে কিছুই হয় না কাকা!
- বিশ্বাস এবং লয়্যালটিও আবু বকরের মতই হওয়া চাই। নবী/রাসুল রা কোন সম্পত্তি উত্তরাধিকারস্বরূপ রেখে যান না এই হাদিসকে মেনে এবং হাদিসের পবিত্রতা রক্ষা করে উনি নিজের মেয়ে [নবীজীর স্ত্রী] ও নবীর মেয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। নবীর মেয়ে যার সম্মান কিনা অনেক উঁচুতে তিনি এই ঘটনার কারনে আবু বকরের সাথে ৬ মাস ধরে কথা বলেন নি, কিন্তু আবু বকর হাদিসের বিপরীতে যান নি। এইপারের চেয়ে ঐপার বড় রে পাগলা!
- শাসক দরকার ওমর (রাঃ) এর মত যে কিনা ইসলামের রাফ বয় হিসেবে পরিচিত ছিলেন। সবাই তাকে ভয় পেত, এবং নবীজী এমনও বলেছেন যে ওমর এর পথ শয়তান ও মাড়ায় না। সেই ওমর দয়ার সাগর হয়ে গেছেন খলিফা হবার পরে। যে কেউ [মহিলাসহ] যেকোন সময় [এমনকি খুতবা দেয়ার সময়েও) উনাকে চ্যালেঞ্জ বা বিরোধিতা করতে পারতো। শাসক হিসেবে ওমর নিজের দায়বদ্ধতা মেনে নিয়ে সব শুনতেন, ভুল হলে ভরা মজলিসে তা মেনে নিতেন, সমস্যা থাকলে প্রতিকার করতেন...কাকা, ক্ষমতা পাইয়া চিন্তা কইরা দেখা খুব জরুরী এই ক্ষমতায়নের জবাবদিহি কিভাবে করবেন। ক্ষমতা কিন্তু অনেক ধরনের - এই যে আপনার এক ফোটা বেশি জ্ঞান আছে, এইটাও একটা ক্ষমতা। হিসাব রাইখেন দাদা হিসাব দেবার জন্য...
No comments:
Post a Comment