আমার মনে হয় কি আমাদের বাংলা সিনেমা বা নাটকগুলোতে অনেক পরিবর্তন আনা দরকার। নাহলে বাঙ্গালী জাতির কপালে দুঃখ আছে। বাঙ্গালী যদিও মুখে বলে যে বাংলা সিনেমা দেখিনা কিন্তু আচার আচরন পুরোই বাংলা সিনেমার মতো। বুঝিনা কেমনে কি? উদাহরন দিমু?
ধরুন এক নায়িকা আর দুই নায়কের ছবিতে কি হয়? হয় সাইড হিরোকে কোনো কলংক দিবে অথবা তাকে মেরে ফেলবে সিনেমাতে। মেইন হিরোকে ওয়ান এন্ড ওয়ানলি করাই লাগবে। কোনোভাবেই সহাবস্থান দেখানো যাবেনা। কোনোদিনই এইরকম করা হয়না যে, সাইড হিরোও থাকলো, তারও অনেক যোগ্যতা আছে, কিন্তু নায়িকার কোনো কারনে সাইড হিরোকে ভালো নাই লাগতে পারে। কারন আমাদের দর্শক এটা মেনে নিতে পারেনা। তারা সবসময় একমুখী চিন্তা করে; নাকি এইসব দেখে দেখে একমুখী হয়ে গেছে?
একই সংস্কৃতি আছে আমাদের আচরনে। এই যেমন দুটো ঘটনা একসাথে ঘটলো - বস্তির আগুন আর নেপালে বিমান দুর্ঘটনা। নেপালের ঘটনায় মানুষ এতো বেশি আহত যে বেশিরভাগ মানুষ সেটা নিয়েই কথা বলছে। এর মানে এই না যে বস্তি পুড়ে যাওয়াতে তারা আনন্দ পেয়েছে। কিন্তু যারা বস্তির আগুন নিয়ে কথা বলছেন, তারা নেপালের ঘটনাকে খোচা দিয়েই শুরু করছেন। আরে ভাই, বাংলা সিনেমার মতো কেন করছেন? বস্তির আগুন নিয়ে কথা বলতে গিয়ে নেপালের ঘটনার দিকে বা ঐ ঘটনায় মানুষের অনুভুতির দিকে আঙ্গুল তুলতে হবে কেন? আপনি ভালো মানুষ, দুটো দুঃখজনক ঘটনা নিয়ে আপনি সচেতন, তাই আপনি বাকিদের ও মনে করিয়ে দিচ্ছেন ব্যাপারটা। এটা অত্যন্ত ভালো। কিন্তু আপনার বাংলা সিনেমা ধরনের আচরন আপনাকে নিয়ে কনফিউজড করে দেয় - ভালো মানুষ না ভালো মানুষের অভিনয়?
No comments:
Post a Comment