একজন শিক্ষককে অপমান করেছে এবং সেটা করেছে অসম্ভব দৃষ্টিকটুভাবে। এখানে দুটো ব্যাপার রয়েছেঃ
- একটা ক্রিমিনাল অ্যাক্ট, যেটা একজন মানুষের সাথে হতে পারেনা
- একজন শিক্ষকের অপমান মারাত্মক symbolic যেটা সমাজের জন্য ক্ষতিকর
প্রথমটার জন্য উচিৎ শাস্তি দাবি করা এবং দ্বিতীয়টার জন্য দরকার মানসিক শিক্ষা। কিন্তু আমরা কি করছি?
- আমরা প্রথমেই নিয়ে আসছি লঘু বা গুরুর ব্যাপার। এতে ultimately উনার প্রতি যে একটা অপরাধ করা হয়েছে সেটা ঢাকা পরে যাচ্ছে। সবাই উনার ধর্ম বা উনি অন্য ধর্ম নিয়ে কিছু বলেছেন কিনা সেটা নিয়েই কথা বলছেন। কেউ বলছেন না যে উনার সাথে অন্যায় করা হয়েছে এবং সেটার জন্য আগে শাস্তি হওয়া দরকার। এইরকম ষড়যন্ত্র করে বাংলাদেশের অনেক স্কুল বা কলেজে এইধরনের আকাম করা হয়। তবে একেক যায়গায় execution টা একেক ধরনের হয়। উনি হিন্দু বলে উনাকে ধর্মের ব্যাপার দিয়ে সাইজ করা সহজ মনে করেছে যারা এটার প্ল্যান করেছেন। কিন্তু সেজন্য উনার হিন্দুত্বকে কোনভাবেই সামনে নিয়ে আশা উচিৎ না। তাতে আসল অপরাধটারই বিচার হবেনা। আমরা এখন উনার ধর্ম বা আমার ধর্ম নিয়ে চিৎকার করে থেমে যাবো। কিন্তু যেটা আসল সমস্যা, দুর্নীতি বা অবৈধ কাজ, সেটা নির্মূল করার জন্য আওয়াজ তুলবো না। ফলে এইসব কাজ গতকাল হাজারীরা করতো, আজ ওসমানরা করছে, কাল অন্য কেউ করবে; কারন বিষবৃক্ষ তো থেকেই যাচ্ছে।
- আজ অনেক কুতুবদের প্লাস অনেক সাধারন মানুষদের দেখছি কান ধরে ফেসবুকে ছবি দিতে। আমার হাসি পাচ্ছে, এদের self marketing স্টাইল দেখে। মনে হচ্ছে বাজারে নতুন কোন ফ্যাশন এসেছে। কিছুদিন আগে দেশের সকল বড় বড় রাজনৈতিক নেতারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এমন কোন বাজে কথা নাই যেটা বলেন নি। এইরকম করে তো প্রতিবাদ দেখিনি। এইটা সত্যি যে আমরা স্কুল থেকেই শিক্ষার শুরুটা করি, কিন্তু স্কুলে যারা শিখান তাদেরকে বিশ্ববিদ্যালয়গুলোই তৈরি করে। কেউ কি কোনদিন দেখেছেন কোন স্কুল তার শিক্ষক বানাচ্ছে? বা কেউ একজন স্কুলের পর্ব শেষ করেই শিক্ষক হতে পেরেছে? তাহলে সেদিন কি সমস্যা ছিলো প্রতিবাদ করতে? প্রতিবাদ তো হয় - ই - নি, বরং শিক্ষকদের নিয়ে যা তা ও বলেছেন অনেকে। কেন ভাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি নর্দমার কীট নাকি? নাকি আপনি বলতে চাইছেন যে আপনি এইসব শিক্ষকদের চেয়ে বেশি মনে রাখেন আপনার স্কুলের শিক্ষক কে? তা বলতে চাইলে, ওইটা একটা ফাইজলামি হবে ! কারন আমি কোনদিন দেখিনি কোন ছাত্র এসে বলেছে তার কাছে বিশ্ববিদ্যালয় জীবনের চেয়ে প্রাইমারি বা মাধ্যমিক স্কুল জীবন অনেক বেশি স্মরনীয় ! হ্যা, বলতে পারেন বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক ভাল না। সত্যি কথা, কিন্তু বাংলাদেশ বা পৃথিবীর কোনা জায়গায় সব কিছু ভাল আছে?
সেদিন যদি শিক্ষকদের সম্মান নিয়ে প্রতিবাদ হতো, আজকে এইটা নাও হতে পারতো। সেদিন আমরা যারা শিক্ষক তারা বুঝেছিলাম, দেশের সাধারন জনগন কতটা শিক্ষা বিমুখ আমাদের নেতাদের মত। এখন আজ এসে যখন সেই জনগন নিজেদের শিক্ষা বান্ধব বলেন, বিশ্বাস করতে কষ্ট হয় বৈকি। সেদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সম্মানিত হলে, আজ স্কুলের শিক্ষকরাও হতেন। কারন, যেকোন গাছের মাথায় পানি দিলে সেটা নিচে নামতে বাধ্য।
No comments:
Post a Comment