যখন সারা পৃথিবীর এখানে সেখানে টাকা হ্যাক হচ্ছে এবং হ্যাকিংটা যুগ যুগ পুরানো ব্যাপার, সেখানে একজন গভর্নর এই জিনিসটা ধাক্কার সাথে নিবেন এবং তাও আবার ঘটনা ঘটার পরে, এইটা মনে হয় এক ধরনের দায়িত্বে অবহেলাই। কারন আমি যতটা বুঝি ঘটনা ঘটার পরে অবাক হবার পরিবর্তে উনার দায়িত্ব নেয়ার পরেই এই ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা ছিল। প্রশ্ন আসতে পারে, উনি ব্যবস্থা নিলেও কি এইরকম হতে পারতোনা? হতে পারতো, কিন্তু তখন উনাকে হয়তো ব্লেম নিতে হতনা। উনার লেখা পদত্যাগপত্র পড়ে বুঝা যাচ্ছে উনি খুব অবাক হয়েছেন এবং পুরো ব্যাপারটা বুঝতেই উনার সময় লেগেছে। এইটাকে উনার কাছে জঙ্গি হামলার মত মনে হয়েছে। ব্যংকিং সেক্টরের অতি পুরনো একটা রোগকে বুঝতে উনার এতো সময় লেগেছে - - এইটা এক ধরনের ব্যার্থতার মধ্যে পড়ে বৈকি। উনার দ্বিতীয় ব্যার্থতা হলো উনি প্রশাসনকে জানিয়েছে দেরি করে। এইটা ঠিক ডেকোরামের মধ্যে পড়েনা। আপনার বস যতই অপদার্থ হোক, সে আপনার বস। আপনার বস অপদার্থ হলে আপনার আসলে দুটা দায়িত্ব থাকেঃ বসকে জানানো এবং বস যাতে অপদার্থের মত কোন স্টেপ না নেয় সেটা এনসিউর করা। উনার এখানে সমস্যা ছিলো এবং সেটার মূল্যই উনাকে দিতে হলো। প্রশ্ন আসতে পারে আমাদের দেশের রাজনীতি খারাপ। ট্রাস্ট মি, পৃথিবীর কোন দেশেই এই রাজনীতি নামক জিনিসটা ভালো না।
উনার পদত্যাগ? আমার মতে উনার আগেই পদত্যাগ করা উচিৎ ছিলো। এবং সেটা স্বেচ্ছায়ই হওয়া উচিৎ ছিল। অনেকে অমত করবেন, তবে পদত্যাগটা যে স্বেচ্ছায় হয়নাই এইটা মনে হয় বুঝা যায় সহজেই। আমার ধারনা উনি পদত্যাগ হয়তো করতেন আগে বা পরে, তবে আরেকটু সময় নিতেন পুরো ব্যাপারটা নিয়ে। আমার বিরক্তি লাগছে উনার পদত্যাগ নিয়ে মানুষের আলোচনার টপিক দেখে, উদাহরনঃ চোখের পানি, দেশপ্রেমিকের শাস্তি, শেখ মুজিব, এবং আরও কত কি। ভাইরে, এখানে শেখ মুজিবের কিছু করার নাই। একজন গভর্নর চলে যাচ্ছেন পরিস্থিতির কারনে সেটা নিয়ে চোখের পানি ফেলারও কিছু নাই। উনি যোগ্য ছিলেন বলে উনাকে দায়িত্ব দেয়া হয়েছিলো। কিন্তু এই কথা উনি নিজেও কোনদিন বলেন নি যে উনি সব কাজে যোগ্য। তাই উনার চলে যাওয়াটা একটা দুর্ঘটনা। কান্নাকাটি বাদ দিয়ে ভালো করে খোজ করলে হয়তো যাকে নিয়োগ দেয়া হয়েছে তার চেয়ে ভালো গভর্নর পেতে পারতো বাংলাদেশ ব্যাংক। এই ছোট বাংলাদেশেরও কিছু লোকজন আছে যারা নিজের যোগ্যতায় হার্ভাড বা অক্সফোর্ড থেকে পড়ে এসেছেন বা এখনো ওখানে চাকরি করছেন। কান্নার বদলে একটু ভালো করে খোজ করলেই দেশের ভালো হতো।
দেশপ্রেম? আমি একমত উনার মত স্মার্ট গভর্নর বাংলাদেশ ব্যাংক এরা আগে কতজন পেয়েছে সন্দেহ আছে। কিন্তু তাই বলে উনার দেশপ্রেম শুধু বাংলাদেশ ব্যাংকের চাকরি দিয়ে পরিমাপ না করি। উনার দেশপ্রেম পুরো দেশের জন্য এবং আমি নিশ্চিত উনি যেখানেই থাকুন না কেন দেশকে সার্ভ করবেন। আরও একটা ব্যাপার হল, উনার দেশপ্রেম নিয়ে কথা বলা সহজ, কারন উনাকে নিয়ে আমরা যার উপড় ক্ষোভ প্রকাশ করছি সে একটা অপদার্থ। কিন্তু সবাই যদি আমরা দেশপ্রেমিক হতাম তাহলে একজনের দেশপ্রেম নিয়ে এমন হই চই করতে হতনা আমদের।
উনার পদত্যাগ? আমার মতে উনার আগেই পদত্যাগ করা উচিৎ ছিলো। এবং সেটা স্বেচ্ছায়ই হওয়া উচিৎ ছিল। অনেকে অমত করবেন, তবে পদত্যাগটা যে স্বেচ্ছায় হয়নাই এইটা মনে হয় বুঝা যায় সহজেই। আমার ধারনা উনি পদত্যাগ হয়তো করতেন আগে বা পরে, তবে আরেকটু সময় নিতেন পুরো ব্যাপারটা নিয়ে। আমার বিরক্তি লাগছে উনার পদত্যাগ নিয়ে মানুষের আলোচনার টপিক দেখে, উদাহরনঃ চোখের পানি, দেশপ্রেমিকের শাস্তি, শেখ মুজিব, এবং আরও কত কি। ভাইরে, এখানে শেখ মুজিবের কিছু করার নাই। একজন গভর্নর চলে যাচ্ছেন পরিস্থিতির কারনে সেটা নিয়ে চোখের পানি ফেলারও কিছু নাই। উনি যোগ্য ছিলেন বলে উনাকে দায়িত্ব দেয়া হয়েছিলো। কিন্তু এই কথা উনি নিজেও কোনদিন বলেন নি যে উনি সব কাজে যোগ্য। তাই উনার চলে যাওয়াটা একটা দুর্ঘটনা। কান্নাকাটি বাদ দিয়ে ভালো করে খোজ করলে হয়তো যাকে নিয়োগ দেয়া হয়েছে তার চেয়ে ভালো গভর্নর পেতে পারতো বাংলাদেশ ব্যাংক। এই ছোট বাংলাদেশেরও কিছু লোকজন আছে যারা নিজের যোগ্যতায় হার্ভাড বা অক্সফোর্ড থেকে পড়ে এসেছেন বা এখনো ওখানে চাকরি করছেন। কান্নার বদলে একটু ভালো করে খোজ করলেই দেশের ভালো হতো।
দেশপ্রেম? আমি একমত উনার মত স্মার্ট গভর্নর বাংলাদেশ ব্যাংক এরা আগে কতজন পেয়েছে সন্দেহ আছে। কিন্তু তাই বলে উনার দেশপ্রেম শুধু বাংলাদেশ ব্যাংকের চাকরি দিয়ে পরিমাপ না করি। উনার দেশপ্রেম পুরো দেশের জন্য এবং আমি নিশ্চিত উনি যেখানেই থাকুন না কেন দেশকে সার্ভ করবেন। আরও একটা ব্যাপার হল, উনার দেশপ্রেম নিয়ে কথা বলা সহজ, কারন উনাকে নিয়ে আমরা যার উপড় ক্ষোভ প্রকাশ করছি সে একটা অপদার্থ। কিন্তু সবাই যদি আমরা দেশপ্রেমিক হতাম তাহলে একজনের দেশপ্রেম নিয়ে এমন হই চই করতে হতনা আমদের।
No comments:
Post a Comment