Thursday, October 1, 2015

সরকারের practical class এবং একজন শিক্ষকের লজ্জা

একজন শিক্ষক ক্লাসে পড়ানোর সময় বইয়ের বাইরে নিজের অভিজ্ঞতা থেকেও অনেক কিছু বলেন। আমিও মাঝে মাঝে বলতাম। কিন্তু এখন দেখে খারাপ লাগছে আমার আর বর্তমান আওয়ামী সরকারের অভিজ্ঞতা একই রকম !!
___________________________---------______ .........................................

যেদিন BBA এর প্রথম ক্লাস ছিলো সেদিনই রানা স্যার পরীক্ষা নিলেন, বুজলাম বড্ড বেশি সিরিয়াস জায়গায় এসে পড়েছি। এর পরে দেখা হলো ব্যাচ ম্যানেজার শাহ আলম স্যারের সাথে। উনি অনেক কথা বললেন (স্যার মনে হয় এমনিতেও অনেক বেশি বলতেন আবেগী হয়ে)। তবে উনার একটা কথা আজীবন মনে রেখেছি। উনি বলেছিলেন, "পড়তে এসেছো, মন দিয়ে পড়। ভালো কিছু এখানে করতে পারলে আজীবন ওইটা নিয়ে চলতে পারবা। সুতরাং রাজনীতি করবানা। হলে গিয়ে দেখবা তোমাদের দুই এক ব্যাচ সিনিয়ররা muscle ফুলিয়ে চলছে, নিজেরে বস মনে করে তোমার উপড় কিছু অন্যায় অত্যাচারও করবে। কিন্তু চার বছর পরে চাকরি করতে গিয়ে দেখবা তুমি এদের অনেকের বস হয়ে গেছ।" 

স্যারের এই বানীই আমি আমার student দের সবসময় বলে এসেছি, যে রাজনীতি করতে চাইলে করবেন, কিন্তু সেজন্য আগে নিজেকে তৈরি করেন। ছাত্রজীবন রাজনীতির জন্য নয়। এদেরকে আমি বলতাম যে আগে নিজের একটা অবস্থান তৈরি করেন, তারপরে কথা বলেন, দেখবেন আপনার কথা মানুষ শুনছে। আমি শাহ আলম স্যারের কথা শুনলেও আমার সব student যে আমার কথা শুনেছে এমনটা নয়। তবে কেউ না কেউ তো মেনেছে, তাতেই আমি খুশি।

In a very unexpected way, বর্তমান সরকারের বর্তমান কর্মকান্ড আমার এই থিয়োরিটা বার বার prove করছে, এই যেমন গত কয়েকদিন ধরে তো অনবরতই করছে। কিছুদিন আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের student রা যখন আন্দোলন করলেন, পুলিশ কিন্তু এতো বেশি মারমুখী হয়নি। বরং কেবিনেট মিটিঙে সব সমাধান করে দিয়েছেন সরকার। কিন্তু মেডিকেল কলেজে ভর্তিচ্ছুরা যখন একটা চরম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, পুলিশ তাদের আন্দোলন করা শিখিয়ে দিলেন আচ্ছা মত। এদের দোষটা কোথায়? এদের বাপ মায়ের অনেক টাকা নাই? এদের বাপ মায়ের বড় বড় পজিশন নাই? তারমানে পজিশনই সব, সেটা নিজের হোক বা বাপ মায়ের হোক।

আমি চিন্তা করছি বর্তমান সরকার আমার থিওরির এইরকম সুন্দর practical class নেয়ার পরে আমি কি ক্লাসে গিয়ে আর এই থিওরি আওড়াতে পারবো? পারলেও কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগবেনা?

No comments:

Post a Comment

:: প্লেজারিজম এবং ফিডম ফাইটারস এর এস নিয়ে টানাটানি ::

 মানুষজন প্লেজারিজম নিয়ে কথা বলছে ফেসবুকে। ভালো লাগছে যে এতে যদি কারো কারো সেলফ - এস্টীম জন্মায়। চাকরির শুরুতে সব কাজ করার পরে যখন দেখতাম আর...