Saturday, October 3, 2015

শিক্ষামন্ত্রীর (বাংলাদেশ) শিক্ষার দৌড়

“পাবলিক বিশ্ববিদ্যালয়কে আমরা শতভাগ টাকা দেই। কিন্তু আমাদের ক্ষমতা শূন্য ভাগ। … একই শিক্ষক ক্লাসে শেখাতে পারেন না অথচ টাকা দিলে বাড়িতে এসে বুঝিয়ে দেন।” (বাংলাদেশের শিক্ষামন্ত্রী, ২।১০।২০১৫)
______________________________//_________//_______ !!

যেই লোকের বিশ্ববিদ্যালয় সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই উনি চাইছেন বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করতে। আমি এতদিন শিক্ষকতা করার পরেও এখনো দেখিনি কোন ইউনি শিক্ষককে বাসায় গিয়ে পড়িয়ে আসতে, নাহিদ সাহেব কোথায় দেখলেন? উনার বাসায় কি কিছু চিড়িয়াখানা টাইপের ইউনি আছে নাকি? আমি কিন্তু এরপরেও নাহিদ সাহেবকে দোষ দিচ্ছিনা, বরং সহমর্মিতা প্রকাশ করছি উনার জন্য। 

আসলে নাহিদ সাহেবের দোষ দিয়ে কি লাভ? বান্দা নিজে তো আর ইউনিতে পড়েন নাই, ইউনি সম্পর্কে উনার ধারনা থাকবে কি করে? তারপরেও উনি শিক্ষা মন্ত্রণালয়ের মত একটা অতি গুরুত্বপূর্ন দপ্তর সামলান। এই মন্ত্রণালয় চালাতে গিয়ে উনি অনেক ইউনির অনুমতি দিয়েছেন। যেমন, উনার অনুমতি নিয়ে একজন অতি প্রভাবশালী  আওয়ামী নেতা (শিক্ষক নেতা) জামাতে ইসলামীর নেতাদের জন্য নিজের নামে ইউনির অনুমতি নিয়েছিলেন। পত্রপত্রিকায় অনেক লেখালেখি হয়েছিলো এটা নিয়ে তখন। উনার সরকার উপরে উপরে জামাতরে ঘৃনা করলেও (করে কি?) তলে তলে নাহিদ সাহেবদের সাথে জামাতিদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে। আরও মজার ব্যাপার হচ্ছে সেই ইউনিতে পার্শ্ববর্তী একটা দেশের কলেজ থেকে গ্রাজুয়েশন করা এক ভদ্রলোক চাকরি করতেন, উনাকে কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি দেয়া হয়েছে। এই ভদ্রলোককে কাজী নজরুল ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভাইভা কার্ডই দেয়নি। কিন্তু উনি এখন জাবির শিক্ষক। নাহিদ সাহেবদের এই ধরনের বিশ্ববিদ্যালয় শিক্ষক দেখার অভ্যাস। এখনো প্রকৃত বিশ্ববিদ্যালয় শিক্ষক উনি দেখেন নি। তাই বিশ্ববিদ্যালয় শিক্ষক সম্পর্কে উনি যথাযথ মন্তব্য করবেন কি করে? কেউ কি দয়া করে উনার ইমেইলে বা অন্য কোন উপায়ে ইউনি শিক্ষক সম্পর্কে কিছু প্রকৃত তথ্য পাঠাবেন? ভদ্রলোকের অনেক উপকার হবে। দয়া করে কালক্ষেপন করবেন না, তাহলে বাংলাদেশ আরেকটা 'মাল' পাবে। এক মালের যন্ত্রণায়ই অস্থির হয়ে আছি, আর দরকার নাইরে ভাই !!

বিধাতা সবাইকে জ্ঞানচক্ষু দান করুন, আমিন !!

No comments:

Post a Comment

:: প্লেজারিজম এবং ফিডম ফাইটারস এর এস নিয়ে টানাটানি ::

 মানুষজন প্লেজারিজম নিয়ে কথা বলছে ফেসবুকে। ভালো লাগছে যে এতে যদি কারো কারো সেলফ - এস্টীম জন্মায়। চাকরির শুরুতে সব কাজ করার পরে যখন দেখতাম আর...