১।
কিছু ঔষধ দরকার। আমি আমার শিক্ষক পরিচয়টা ভুলে যেতে চাই। শিক্ষকতায় এসে এতো অপমান সহ্য করতে হবে কোনদিন ভাবিনি। বিস্মিত চোখ/কান নিয়ে দেখছি/শুনছি, যেসব লোকজন শিক্ষক হবার যোগ্যতাই রাখতেন না তারা শিক্ষক হয়ে আজকে শিক্ষকদের প্রতিনিধিত্ব করছেন এবং হাজারো মেধাবী শিক্ষকদের অন্তহীন কান্নার কারন হয়ে উঠছেন। এবং তথাকথিত স্বাধীনতার স্বপক্ষের দল ক্ষমতায় থাকা অবস্থায় এসব হচ্ছে। রাজনৈতিক নেতাদের মধ্যে যাকে বেশি শ্রদ্ধা করি সেই শেখ মুজিবুর রহমান কে আজ পেলে বলতাম আপনার জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন দেশটাকে স্বাধীন করে। আপনি তো নিজের জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করে গেলেন, এখন আমরাও সেই পথে ............
২।
আজ বারবার ই মনে হচ্ছে ঠিকমত পড়ালেখা করে ভুল করেছি। সেকেন্ড ক্লাস পেয়ে শিক্ষক হলেই ভালো হতো। এইরকম মানসিক দহনটা থাকতো না তখন, কারন আমিও তখন রাজনীতিবিদ হতাম। আজকে কোথাকার কোন ফরাসউদ্দিন কি বলছেন তাতে আমার কিছু যেত আসতো না। নাহিদ সাহেব বা মুহিত সাহেবর কথা শোনার পর বলতাম, দলের নেতা বলেছে ঠিকই বলেছে। ভুলটা আমারই, লজ্জাও আমার ...............
৩।
শিক্ষকতা পেশাটাকে আসলেই ভালবাসি। কারন এই পেশায় থেকে কত মানুষের যে উপকার করতে পেরেছি বিনা স্বার্থে তা নিজেও জানিনা। কারো উপকার করার পর নিজেকে অত্যন্ত পবিত্র লাগতো এবং ওইটা নিয়েই বেচে থাকতাম। কোনদিন হিসেব করিনি কত টাকা পাই। তবে কেউ কোনদিন এইভাবে সরাসরি গায় পড়ে এসে অসম্মান করে যায়নি।
প্রত্যেক প্রথম ক্লাসে ছাত্র/ছাত্রীদের কাছে জানতে চাইতাম কে কি হতে চায়। দেখতাম কেউ শিক্ষক হতে চায় কিনা। চাইলে উৎসাহ দিতাম। আর কোনদিন সেই উৎসাহ দিতে পারবো কিনা সন্দেহ আছে। যাদেরকে দিয়েছি, তাদেরকে বলছি, শিক্ষকতায় আসবেন না। বাঙ্গালি জাতি শিক্ষার মর্যাদা বুঝার মত শিক্ষিত হয়নি। এরা শিক্ষার মর্যাদাকে redefine করেছে। তাই নিরাপদ দুরুত্বে থাকবেন এদের কাছ থেকে। এরপরেও যদি আপনার এই পেশায় আসতে ইচ্ছে হয়, দয়া করে বাংলাদেশে তা করবেন না। আমেরিকায় মাষ্টার ডিগ্রী করতে চলে যান, ওখানকার ডিগ্রী দিয়ে পৃথিবীর কোথাও না কোথাও শিক্ষকতার চাকরি পেয়ে যাবেন।
এই দেশটা ফরাসউদ্দিনদের দিয়ে যান দয়া করে। উনাদের এই দেশটাকে চুষে খাওয়া শেষ না হওয়া পর্যন্ত এই দেশে দয়া করে আপনি আপনার শুরুটা করবেন না। তাহলে আজকের এই আমাদের মত আপনাকেও ভাবতে হবে শিক্ষকতায় এসে ভুল করেছেন।