Monday, January 28, 2019

নীতি নাই তবে রাজা হবার চেষ্টা জারি আছে বৈকি


বিশ্ববিদ্যালয়সহ কোন শিক্ষাঙ্গনেই রাজনীতি থাকা উচিৎ না যদি শিক্ষার মাধ্যমে দেশের উন্নয়ন করতে হয়। আর যদি ব্যাপারটা এমন হয় যে শিক্ষার একটা ব্যবস্থা তো রাখতেই হয় উন্নয়ন কর্মসূচীর আওতায়, তাহলে আমাদের যে শিক্ষাব্যবস্থা আছে, তা ঠিকই আছে। এই যুক্তিতে প্রশ্নপত্র ফাঁশ সহ অন্যসব দানবীয় সকল কার্যক্রমের বৈধতা দেয়া যাবে। ৬৯ বা ৭১ এর রাজনীতির সাথে বর্তমানেরটা মিলানো যাবেনা। ৭১ এর দেশ স্বাধীনের রাজনীতি বর্তমানে  হল দখল, পেশীশক্তির ব্যবহার, নারী নির্যাতন, আর চাঁদাবাজির রাজনীতিতে পরিনত হয়েছে। তাই দয়া করে মিলাবেন না। তবে হ্যাঁ, চিন্তা করতে পারেন ... ৭১ এ যেমন শিক্ষাঙ্গনের রাজনীতি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে, আজকেও তা সম্ভব। তবে তা শিক্ষাঙ্গনে রাজনীতি অফিসিয়ালি রেখে না। দেশে কোন অন্যায় হলে শিক্ষাঙ্গন থেকে এমনিতেও আওয়াজ উঠবে যদি আমাদের শিক্ষাঙ্গনে প্রকৃত বা মানসম্মত শিক্ষা দেয়া হয়। আমাদের শিক্ষাঙ্গন থেকে এখন হাতিয়ার নিয়ে যুদ্ধে যাওয়ার দরকার নাই, বরং দরকার হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার। কিন্তু অন্যায়টা কি করে চেনা যাবে?

#জাবি_ফ্যাক্ট
বছর বছর কি অন্যায় বদলে যায় নাকি? ২-৪ বছর আগে যেটা অন্যায় ছিলো সেটা আজ কি করে ন্যায় হয়ে যায়? যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে রাত ২-৩ টা পর্যন্ত মানুষজন ক্যাম্পাসের এখানে সেখানে আন্দোলন জমাতেন, অন্যায়কারীদের বিরুদ্ধে কি কি না বলতেন, আজ এক ঝটকায় সেই অন্যায়কারীদের শিষ্য বনে গেলেন! এখানে আদর্শ কোথায়? অন্যায় ও কি তাহলে রং বদলায় নাকি কিছু সুবিধাবাদীরা সুবিধা হাতড়ে বেড়ায়? এক দলের (গ্রুপ) সেনাপতি যে নিজেকে বাংলা বিহার উড়িষ্যার নবাব মনে করতেন, ঘটনাচক্রে দেখা গেলো সে নিজেই বেইমান; বিরোধী দলের সাথে হাত মিলিয়ে রেখেছে। তার প্রশ্রয়দাতারা মনে হয় ভাবতে পারেনি যে সে নিজের আখের ঘুছিয়ে রেখেছে, কারন কে জানে কয়েক বছর পরে কে আবার ক্ষমতায় থাকে! ক্ষমতার কথায় মনে পড়লো, ক্ষমতায় থাকা মানুষগুলো ক্ষমতায় গিয়ে ক্ষমতা নিয়ে ভাবে না। তা না হলে গত ৫ ভিসির ক্ষমতায় কলঙ্ক লাগানো মানুষজন এখনো কি করে ক্ষমতার চক্রে থাকে?! বিদেশে শিক্ষক নিয়োগ দেয়া হয় লং টার্ম চিন্তা করে যে যাকে নিয়োগ দেয়া হচ্ছে সে কি কি অবদান রাখতে পারবে। আর আমরা শিক্ষক নিয়োগ দেই এটা চিন্তা করে যে আমি যেই ৩-৪ বছর ক্ষমতায় থাকবো সেই কয় বছর সে আমাকে কি কি দিতে পারবে? আমার চেলা হতে পারবে কিনা? আমার লাঠিয়াল হতে পারবে কিনা? আমার পা ধরতে/চাটতে পারবে কিনা? কিন্তু ক্ষমতা থেকে সরে গেলে টের পাওয়া যায় যে সবাই চেলা হয় না; আবার কিছু চেলাই থেকে যায়। এতে হয়তো যিনি নিয়োগ দেন বা যাকে নিয়োগ দেন, তাদের ব্যক্তিগত ক্ষোভ অল্প সময়ের জন্য বিবাদে জড়য়ে পড়ে, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো হেরে/মরে যায় আজীবনের জন্য। কারন বেঁচে থাকলে ৬৫ বছরের আগে তো কেউ চাকরি চাড়েন না! 

:: প্লেজারিজম এবং ফিডম ফাইটারস এর এস নিয়ে টানাটানি ::

 মানুষজন প্লেজারিজম নিয়ে কথা বলছে ফেসবুকে। ভালো লাগছে যে এতে যদি কারো কারো সেলফ - এস্টীম জন্মায়। চাকরির শুরুতে সব কাজ করার পরে যখন দেখতাম আর...