একবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বেশ আলোড়ন তুলেছিলো। সংবাদচিত্রে দেখা গেছে - শিবিরের মিছিলে লাঠি/অস্ত্র হাতে লিড দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আমরা তখন মজা করছিলাম বিভিন্ন জোকস এর মাধ্যমে - - অস্ত্র জমা দিয়েছি কিন্তু ব্যবহার তো ভুলিনি ইত্যাদি ইত্যাদি।
অবস্থাদৃষ্ঠে এখন মনে হচ্ছে জোকস করার সময় শেষ এসব নিয়ে। এখন বিএনপি ক্ষমতায় থাকলে ছাত্রদলের সাথে বিএনপির শিক্ষকরা নামতে পারবেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে ছাত্রলীগের সাথে আওয়ামী শিক্ষকরা নামতে পারবেন, জামাত যেহেতু দুই দলেরই ভাসুর তাই তারা সব আমলেই নামতে পারবেন এই মর্মে নিয়ম করা হোক।
লাভ কি? বিশাল লাভ দাদা। এতে করে আর কোনো নাচতে নেমে ঘোমটা দেয়া নর্তক/নর্তকীর নাচ দেখতে হবে না। মানুষ সহজে বুঝতে পারবে কে সাদা আর কে কালা। আরও একটা বড় সুবিধা হলো, কিছু ভদ্রলোকের মনোকষ্ট - - ইস যৌবনকাল নাই তাইলে দেখাইয়া দিতাম, বা শিক্ষক না হলে দেখাইয়া দিতাম, বা বুকটা ফাইটা যায় কিন্তু মুখে আনতে পারছিনা - - দুর হবে এবং ঐসব আগাছা জাতীয় জিনিসপত্র আমাদের দেখতে বা শুনতে হবে না।
No comments:
Post a Comment