Saturday, January 6, 2018

নতুন বছর, কিন্তু আমি কতোটা নতুন?

এইবার ই মনে হয় প্রথমবার যখন নতুন বছর আমার মধ্যে তেমন কোনো শিহরণ জাগায় নি। বুজতে পারছিনা, নতুন বছরকে স্বাগত জানানোটা পুরনো হয়ে গেছে নাকি আমি বুড়ো হয়ে গেছি। নাকি জীবনের চাপে পিষ্ট হয়ে আছি?!

আমি বুজতে পারি বা না পারি, নতুন বছর এসেছে যেমন করে আগেও আসতো। কিন্তু টের পাচ্ছিনা ৩১ ডিসেম্বর সন্ধ্যার থেকে ১জানুয়ারির সকালে আমি কতটা আলাদা।এখনো মনে পড়ে মিলেনিয়ামের নতুন বছরকে স্বাগত জানানোর কথা। আমরা তিনজন ঢাবির টিএসসি থেকে হেটে মিরপুর ২ এ চলে গেছিলাম এক বন্ধুর বাসায়। টের ই পাইনি এতো পথ হেটেছি এতো রাতে। যাত্রাপথে কতোনা মজা করেছি রাস্তায় নেমে আসা বিভিন্ন মানুষের সাথে। অদ্ভুত কেটেছিলো রাতটি। তবে সকালবেলায় পত্রিকায় বাধনের ঘটনা জানার পর আর ভালো লাগেনি। ঐরকম শিহরন আর কোনো নতুন বছর এখনো জাগাতে পারেনি।

সবাইকে নতুন বছরের শুভকামনা, ভালো কাটুক সবার সময়

:: প্লেজারিজম এবং ফিডম ফাইটারস এর এস নিয়ে টানাটানি ::

 মানুষজন প্লেজারিজম নিয়ে কথা বলছে ফেসবুকে। ভালো লাগছে যে এতে যদি কারো কারো সেলফ - এস্টীম জন্মায়। চাকরির শুরুতে সব কাজ করার পরে যখন দেখতাম আর...