Saturday, June 27, 2015

রমজানের নিয়মকানুন


আমার এক বন্ধুর কাছ থেকে সংগৃহীতসন্দেহ হলে দয়া করে চেক করে নিবেন যারা জানেন তাদের সহিততবে বেশ অনেক খুঁটিনাটি বিষয়াদি আছে এখানে

ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন

Tuesday, June 23, 2015

নতজানু সম্পর্কের অবসান চাই !


প্রথমেই বলে রাখি আমি ভারত বা পাকিস্তান কারোই বিরুদ্ধে নাআমি দুদেশের সাথেই ভাল সম্পর্কে বিশ্বাসী এবং সে সম্পর্কটা হবে মাথা উঁচু করে। অবশ্যই মাথা নিচু করে নয়। নতজানু ধরনের যেকোন সম্পর্কের বিরুদ্ধে আমি।

এইবার মূল প্রসঙ্গে আসি। অনেক জায়গায়ই দেখলাম যে মানুষ সুধীর সাহেবের উপর হামলার নিন্দা করছেন। করাটাই যৌক্তিক। আমিও করতাম। কিন্তু যে হামলাটাই হয়নি সেই হামলা নিয়ে কি করে নিন্দা জানাই? এবং নিন্দা জানানোর ভাষাটা কি হওয়া উচিৎ? ভারতের সাথে তুলনা করবোনা, তবে ভারত বাংলাদেশের মত ছোট দলের সাথে খেলার আগে কিরকম নোংরামিটা করেছিলো? রনবীর কাপুরের মত বড় মানুষরাও কিন্তু সেই নোংরামিতে সামিল হয়েছিলেন। সেটা কি আমরা ভুলে গেছি? উন্মুক্ত ইন্টারনেটের জমানায় সেটা ভোলা সম্ভব কি? সেজন্য ওইরকমই করতে হবে তাও ঠিক নয়। কিন্তু সমর্থকদের এইরকম উন্মাদনা পৃথিবীতে নতুন নয়।

কাউকে কাউকে দেখলাম সুধীর সাহেবের উপড় কথিত হামলাকারীদের জারজ সন্তান বলছেন ! কেমনে সম্ভব? Have you lost your mind? বাংলা মায়ের কাজকর্মকেই তো অবৈধ করে দিলেন ! কার জন্য করলেন? ভারত মাতার জন্য? সাবাস ! তো এই কাজগুলো ভারতে গিয়ে করলে ভাল হয়না? মোদী সাহেব তো আপনাদের মত মানুষদের জন্য দরজা খুলে রেখেছেন। ওপাড়ে গিয়েই হামাঘুড়ি দেন দয়া করে; না পারলে যেই বাংলা মা আপনাকে হামাঘুড়ি দেয়া শিখিয়েছে তার জন্য কথা বলতে শিখুন। তাও না পারলে মুখটা বন্ধ রাখবেন দয়া করে।

যেসকল মহান ব্যাক্তিরা ভারত প্রেমে অন্ধ হয়ে নিজের মায়ের সন্তানদের জারজ বলে গালি দিতে পারেন তাদের আসলে বাংলাদেশে থাকা উচিৎ না। আপনাদের মত উঁচু মানসিকতার লোকদের স্থান বাংলাদেশের মত ছোট দেশে হতে পারেনা। আপনাদের জানিয়ে রাখি, ব্রিটিশ সমর্থকরা শুধু ব্রিটেনে ই নয়, সারা পৃথিবীতে গিয়ে ঝামেলা করেন। হাজারো উদাহরণ আছে তার। কিন্তু সেজন্য কোন ব্রিটিশ নিজেদের জারজ বলেনা।

আমাদের দেশে একটা সময় পাকপ্রেমীদের নিয়ে ঝামেলা হতো, আজও হয়। এইসব পাকপ্রেমিরা এখনো অখণ্ড পাকিস্তানদের স্বপ্ন দেখেন। ওদেরকে আমরা কথায় কথায় গালি দেই। আমার মনে হয় এইসব ভারতপ্রেমিদের নিয়েও ভাবার সময় এসেছে। এদের লক্ষণও ভালোনা। এরা কি চায় সেটা বোঝা দরকার। হতে পারে পাকপ্রেমিদের মত এরাও গালি পাবার যোগ্য। কারন ইদানীংকালে নীতিনির্ধারকদের কাজকর্ম খুব একটা ভাল মনে হয়না। একজন অনেক বড় নেতা ঘোষণা করলেন বাংলাদেশে ভারত বিরোধীদের জায়গা নাই। উনাকে এখনো কেন ভারতে পাঠিয়ে দেয়া হয়নি তা আমার মাথায় ধরেনা। আবার প্রধানমন্ত্রী কেন পাকিস্তানের বিরুদ্ধে মাঠে যেতে পারেন কিন্তু ভারতের সময় যেতে পারেন না - - - এইটাও আমার মাথায় ধরেনা।

সবশেষে আমার ভয় হয় এইভাবে কতদিন নুয়ে থাকা সম্ভব? পায়ে ব্যাথা শুরু হয়ে যাবেনা?

:: প্লেজারিজম এবং ফিডম ফাইটারস এর এস নিয়ে টানাটানি ::

 মানুষজন প্লেজারিজম নিয়ে কথা বলছে ফেসবুকে। ভালো লাগছে যে এতে যদি কারো কারো সেলফ - এস্টীম জন্মায়। চাকরির শুরুতে সব কাজ করার পরে যখন দেখতাম আর...