Sunday, December 14, 2014

নিহত বুদ্ধিজীবিদের আত্মা নিয়ে রাজনীতি

শেখ মুজিবুর রহমান নাকি বলেছেন 'বাংলাদেশটা একটা চোরের খনি'। নাকি বলছি এজন্য যে আমি জানিনা বলেছেন কিনা বা এর কোন প্রমান আমার চোখে পড়েনি এখন পর্যন্ত। আমি খুঁজেও দেখিনি (এইটা আমার সীমাবদ্ধতা)। আমি ধরে নিচ্ছি উনি এটা বলেছেন। উনার মত একজন নেতার মুখে এমনটা শুনতে খারাপ শোনায় অবশ্যই। কিন্তু ভুলে বলেছিলেন কি?

আমি তো বরং অবাক হচ্ছি, জিয়াউর রহমান কেন এমনটা বলেন নি? উনার আমলে যে আমরা ধোয়া তুলসীপাতা হয়ে গিয়েছিলাম তা কিন্তু না। শেখ মুজিব যেটা করেন নি সেটা উনি করেছেন, চুপ করে সহ্য করে গেছেন হয়তো। আমি কিন্তু তুলনা করছিনা দুজনের।

কেন বলছি এসব?

আজ ফেসবুক খুলেই দেখি নিহত বুদ্ধিজীবিদের নিয়ে অনেক মায়া কান্না চলছে দল মত নির্বিশেষে। কিন্তু আমাদের কোন দল কি এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার করেছে?  এই সব নিহত নেতাদের পরিবারগুলো বছরের পড় বছর অপেক্ষা করেছে কবে আওয়ামীলীগ ক্ষমতায় আসবে এবং তারা ন্যায়বিচার পাবে। কিন্তু আওয়ামীলীগ কি বিচার করেছে? করবে কি? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করিনা এরা বিচার করবে। কারন কাদের মোল্লার পড়ে আওয়ামীলীগ যখন দেখল তাদের ক্ষমতা নিশ্চিত তখন যুদ্ধাপরাধ ব্যাপারটা ই ভুলে গেছে। আবার যখন মানুষ বিরক্ত হওয়া শুরু করলো আরেকজনের বিচার করে ঝুলিয়ে রাখলো। উনারা এখন আমেরিকান স্টাইলে রাজনীতি করেন। যখনি দেশে কোন সমস্যা হতো আমেরিকা তখন ইরাকে কিছু বোমা ফেলতো। দেশের একটা শ্রেণী খুশি হতো এবং নেতারা একটা ব্রেক পাইতেন।

বাংলাদেশেও এখন তাই হচ্ছে। মানুষ যখন হাঁপিয়ে উঠেন আওয়ামীলীগ তখন যুদ্ধাপরাধ গাছটা ধরে এক খানা ঝাকুনি দেন। কিছু মানুষ তো অন্তত খুশি হয় আর আওয়ামীলীগ একটা তৃপ্তির ঢেকুর তুলে কয়েক মাস পার করে দেয়।

আমি রাজনীতি বিমুখ মানুষ। তবে দেশের অনেক নেতাকেই সন্মান করি, কারন এরাই আমার আজকের বসবাসটা তৈরি করেছেন। বলতে দ্বিধা নাই, আমার দেশ সম্পর্কে যতটুকু জ্ঞ্যান তার উপড়ে ভিত্তি করে শেখ মুজিবুর রহমানকেই সবচেয়ে বেশি সন্মান করি (এর মানে এইটা না যে আমি আওয়ামীলীগ করি)।

আজ শেখ মুজিবুর রহমানের সাথে দেখা হলে বিনয়ের সাথে  জিজ্ঞেস করতাম, আপনি কি আপনার নিজের দলটিকে চোরের মধ্যে রেখেছিলেন?

:: প্লেজারিজম এবং ফিডম ফাইটারস এর এস নিয়ে টানাটানি ::

 মানুষজন প্লেজারিজম নিয়ে কথা বলছে ফেসবুকে। ভালো লাগছে যে এতে যদি কারো কারো সেলফ - এস্টীম জন্মায়। চাকরির শুরুতে সব কাজ করার পরে যখন দেখতাম আর...