Wednesday, November 13, 2013

ঘটনা/অঘটনার দিন রাত্রি গুলো !!

ঘটনা-০১

বিশেষ কারনে হরতালের মধ্যে- আজ বেরোতে হলো রাস্তায় জীবনযাত্রা নরমাল আছে বলে- মনে হলো অনেক মানুষ জীবন জীবিকার তাগিদে ঝুকি নিয়েও ঘর ছেড়েছে কিন্তু একটা জিনিস না বললেই নয়, তা হলো হরতালটা আসলে মরার উপড় খাড়ার ঘা হিসেবে চলছে হরতালে সব ঠিক থাকলেও মানুষের জীবনযাত্রার খরচ অনেক বেড়ে গেছে আগে গাড়িতে করে তিন টাকায় যেখানে যেতাম এখন সেখানে যেতে মিনিমাম ১৫ টাকা লাগে গরিব মানুষগুলোকে আরো একবার চুষে খাওয়া আর কি হাসিনা বা খালেদা কি এসবের খবর রাখেন? বা তাদের সুপুত্ররা

রাস্তায় দুই ব্যাক্তির আলোচনাঃ 

১মঃ এই যে এত মানুষ মরছে, যারা মারছে তারা পরে এগুলো টিভিতে দেখেনা? দেখে খারাপ লাগেনা? ওদের কি মনে হয়না যে একদিন ওদের ও এরকম অবস্থা হতে পারে?
২য়ঃ ওদের এটা হবার চান্স নাই কারন ওরা কাউকে মারার সাথে সাথে-ই উপর থেকে ফোন পায় এবং শুনে " তোরা খুব ভাল করেছিস, এভাবে চালিয়ে যা কিছু টাকা পাঠালাম তোরা চা পানি খাস" এসবের পরে কার আর ঐসব বাজে কথা ভাবতে ভাল লাগে? 

ঘটনা -০২

জাবিতে কিছু গায়ে মানেনা আপনি মোড়ল জন্ম নিছে জাকসু নির্বাচনের তারিখ দিছে যে একটা নির্বাচন মানে কি তা ঠিকমত বুঝেনা সে আবার নির্বাচনের তারিখ ঘোষনা করে ক্যাম্পাসের এক কোনা যারা সচল রাখতে পারেনা তারা আবার নির্বাচনের তারিখ দেয় গত কয়েক মাস পরে জখন ক্যাম্পাস টা একটু সচল হবার পথে তখনি আবার উনাদের চুলকানি শুরু হয়ে গেছে এরা আবার মিডিয়ার সামনে বলে এরা নাকি ক্যাম্পাস সচল রাখতে চায় !!! মায়ের মত জাবির সাথে এমন বেঈমানি বিধাতা সইবেন কি?  

Friday, November 8, 2013

ভাই মনির, দুঃখ প্রকাশ ছাড়া আর কিছুই করতে পারলাম না !!!

সালমান খান বা শাহরুখ খান এর এক একটি শো এর টিকিটের দাম অনেক টাকা আমি হয়তো কোনদিন এফোর্ড ই করবোনা এজন্য মনে ক্ষোভ থাকতেই পারে  কিন্তু ভাবতে ভাল লাগে যে, এরা বা এদের মত লোকেরা মানুষের পকেট থেকে টাকা বের করে তার প্রতিদান ও দেয় মানুষগুলো অনেক দুঃখের মাঝেও হাসে এদের পারফরমেন্স দেখে আমার দৃষ্টিতে এই কঠিন বাস্তব জীবনে মানুষের মুখে হাসি আনতে পারার মত ভাল কাজ আর নাই আমার নিজেকে অনেক ছোট মনে হয় যখন দেখি যে আমি কাউকে হাসাতে পারিনা, বরং দুঃখ দেই মানুষের দুঃখে ভরা মুখের চেহারা দেখা খুব কঠিন আমার জন্য 

কিন্তু আমি/আমরা কি করছি আজ্কে মনির নামের ছেলেটি মারা গেল ওর বাবা ওকে ঢাকা দেখাতে নিয়ে এসেছিলো এবং আজীবনের জন্য হারিয়ে ফেললো কার দোসে এমনটি হলো? শেখ হাসিনা বা খালেদা জিয়া কি এর দায় নিবেন? উনার কোলে আরেকটি মনির দিতে পারবেন? একজন তো নিজের ছেলেকে দেশে-ই আনেন নি, আরে আরেক জন নিজের দুর্নীতিগ্রস্থ ছেলেকে লন্ডনের প্রিমিয়াম পরিবেশে লালন পালন করছেন উনারা কি আমাদের মত গরিবের দুঃখটা বুজেন? এদের কি কিছু আসে যায় কে মারা গেল আর কে বেচে থাকলো তাতে? 


অনেক দিন ধরে জাবি তে ভিসি বিরোধী আন্দোলন চলছে একজন লোক পুরো জাবি তে অচল করে রেখেছেন উনি কতটা জিনিয়াস সেটা মূখ্য না, উনি যে জাবি কে সচল রাখ্তে পারছেন না এটা বরং মূখ্য উনি সরেও যাবেন না আবার ঠিক করে জাবি কে চালাতেও পারবেন না এইরকম একটা আপাদমস্তক ভদ্রলোক কে যদি ভিসির মত এত বড় পদে বসানো হয়, তাও আবার জাবির মত এত বড় একটা বিশ্ববিদ্যালয়ে, তাহলে এইবার বুজেন দেশ কি রকম গাড়লেরা চালায় !!! 


শেখ হাসিনা বা খালেদা জিয়া এদের কারোর ই দেশের শিক্ষা খাতের প্রতি  দায়বদ্ধতা আছে এমনটা কোনদিন দেখিনি তবে বেপারটা দিন দিন বড্ড বেশি বাড়াবাড়ি পর্যায়ে যাইতেছে এই দুজন কি আসলেই বোঝেন যে শিক্ষা না থাকলে দেশের উন্নতি থাকবেনা এতে উনাদের সুসন্তানদের কামাই কমে যাবে তখন কেউ আমেরিকা আর কেউ লন্ডনে সুখময় জীবন যাপন করতে পারবেন না নাকি  এত বেশি কামানো হয়ে গেছে যে আর লাগবেনা? 

:: প্লেজারিজম এবং ফিডম ফাইটারস এর এস নিয়ে টানাটানি ::

 মানুষজন প্লেজারিজম নিয়ে কথা বলছে ফেসবুকে। ভালো লাগছে যে এতে যদি কারো কারো সেলফ - এস্টীম জন্মায়। চাকরির শুরুতে সব কাজ করার পরে যখন দেখতাম আর...