মানুষ বড় হবার পড় যদি নিজেকে ছোট করতে না পারে, তাহলে সে কি মানুষ থাকে?
- - অনেক বড় হবার পড় যদি ছোটদের ছোট বলতে আপনার বিবেকে না লাগে তাহলে বুঝতে হবে আপনি বড় হয়েছেন এবং অমানুষ হয়েছেন। মানুষ হতে পারেন নি।
- - আপনি খুব ভালো একটা প্রতিষ্টানে চাকরি করেন বলে বাকিদের কিছু মনেই করেন না, আপনি তাহলে মানুষ হতে পারেন নি। মনে রাখা উচিৎ, যিনি ছোট কাজ করেন তিনিও সম্মান পাবার যোগ্য; এখন আপনি তা দিবেন কিনা সেটা আপনার ব্যপার।
- - আপনি ভালো রিসার্চ করেন বিধায় অন্য যারা রিসার্চে আপনার মতো দক্ষ না, তাদেরকে আপনার তেলাপোকা মনে হয়, আপনি মানুষ হতে পারেন নি। এই যে ভাবছেন, আপনি ভালো গবেষক, কুলীন সম্প্রদায়ের লোক, এটার একদিন সমাপ্তি তো হবেই, তাইনা? তবে সেদিন আর মানুষ হতে পারবেন কিনা সন্দেহ আছে !
- - আপনি নিজের স্বার্থটা ভালোই বুঝেন, স্বার্থ উদ্ধার করে নেন কোনোরকম ধন্যবাদ দেয়া বাদেই, কিন্তু অন্যের স্বার্থের ব্যাপারে মারাত্মক উদাসীন থাকেন, আপনার মধ্যে মানুষ হবার তেমন লক্ষন নাই।
- - অন্যদের গ্যারান্টেড ভাবেন, তাই দরকার হলে খোঁজ নেন, কিন্তু অন্যের দরকারে রবীন্দ্রনাথের বইয়ের ভাষায় কথা বলেন, আপনি এখনো মানুষ হন নি।
- - আপনি মানুষকে সাহায্য করতে আসেন এটা বুঝানোর জন্য যে আপনি অনেক বড় হয়েছেন, আপনি হয়তো টের পান না যে আপনার কথায় একধরনের অনুকম্পা থাকে। আপনি এখনো মানুষ হন নি।
- - অন্যে যখন আপনাকে অসম্মান করে আপনি তেলেবেগুনে জ্বলে উঠেন, কিন্তু আপনি যখন অন্যকে একইধরনের অসম্মান করেন তখন আপনি কিছু মনে করেন না; আপনার মনুষ্যত্ব মরে গেছে অথবা ছিলোনা কোনোদিন
- - মানুষকে মানুষ না ভেবে আপনার চেলা বানাতে ইচ্ছে হয় এবং তাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি কোনোদিন মানুষ হবেন কিনা আমার সন্দেহ আছে
জগতের সকল মানুষের চেহারার প্রাণীগুলো (আমিসহ) মানুষ হোক, আমিন !
- - অনেক বড় হবার পড় যদি ছোটদের ছোট বলতে আপনার বিবেকে না লাগে তাহলে বুঝতে হবে আপনি বড় হয়েছেন এবং অমানুষ হয়েছেন। মানুষ হতে পারেন নি।
- - আপনি খুব ভালো একটা প্রতিষ্টানে চাকরি করেন বলে বাকিদের কিছু মনেই করেন না, আপনি তাহলে মানুষ হতে পারেন নি। মনে রাখা উচিৎ, যিনি ছোট কাজ করেন তিনিও সম্মান পাবার যোগ্য; এখন আপনি তা দিবেন কিনা সেটা আপনার ব্যপার।
- - আপনি ভালো রিসার্চ করেন বিধায় অন্য যারা রিসার্চে আপনার মতো দক্ষ না, তাদেরকে আপনার তেলাপোকা মনে হয়, আপনি মানুষ হতে পারেন নি। এই যে ভাবছেন, আপনি ভালো গবেষক, কুলীন সম্প্রদায়ের লোক, এটার একদিন সমাপ্তি তো হবেই, তাইনা? তবে সেদিন আর মানুষ হতে পারবেন কিনা সন্দেহ আছে !
- - আপনি নিজের স্বার্থটা ভালোই বুঝেন, স্বার্থ উদ্ধার করে নেন কোনোরকম ধন্যবাদ দেয়া বাদেই, কিন্তু অন্যের স্বার্থের ব্যাপারে মারাত্মক উদাসীন থাকেন, আপনার মধ্যে মানুষ হবার তেমন লক্ষন নাই।
- - অন্যদের গ্যারান্টেড ভাবেন, তাই দরকার হলে খোঁজ নেন, কিন্তু অন্যের দরকারে রবীন্দ্রনাথের বইয়ের ভাষায় কথা বলেন, আপনি এখনো মানুষ হন নি।
- - আপনি মানুষকে সাহায্য করতে আসেন এটা বুঝানোর জন্য যে আপনি অনেক বড় হয়েছেন, আপনি হয়তো টের পান না যে আপনার কথায় একধরনের অনুকম্পা থাকে। আপনি এখনো মানুষ হন নি।
- - অন্যে যখন আপনাকে অসম্মান করে আপনি তেলেবেগুনে জ্বলে উঠেন, কিন্তু আপনি যখন অন্যকে একইধরনের অসম্মান করেন তখন আপনি কিছু মনে করেন না; আপনার মনুষ্যত্ব মরে গেছে অথবা ছিলোনা কোনোদিন
- - মানুষকে মানুষ না ভেবে আপনার চেলা বানাতে ইচ্ছে হয় এবং তাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি কোনোদিন মানুষ হবেন কিনা আমার সন্দেহ আছে
জগতের সকল মানুষের চেহারার প্রাণীগুলো (আমিসহ) মানুষ হোক, আমিন !