Monday, March 4, 2013

আমি এবং আমার দেখা ও বুঝতে পারা তারুন্য…………


বয়স বিবেচনায় আমাকে তরুন-ই বলতে  হবে কিন্তু আমি তো বুঝি যে বয়সটা সব মিলিয়ে আর কম হলোনা দেখা ও হলো মোটামুটি জীবনের বেশ কিছু বাক বা অলি গলি এসব বোঝাপড়ার মাঝে একটা কষ্ট লুকিয়ে আছে কারন নিজেকে তরুন ভাবতে- ভাল লাগে তারুন্য হারিয়ে গেলে মনে হয় অনেক কিছু-ই হারিয়ে যাবে তাই হারাতে চাইনা তারুন্য ছোটকালে নজরুলের যৌবনের গান গল্প পড়ে ঠিক করেছিলাম যে আর যা ই করিনা কেন আত্মায় কোনদিন বুড়ো হবো না

কিন্তু আমার চারপাশটা এত দ্রুত বদলে যাবে তা কি কখনো বুঝতে পেরেছিলাম? মনে হয় না মানুষের হাসি দেখলে এখনো আমার ভাল লাগে মানুষের নিস্পাপ হাসির সাথে আমি কোনদিন ই অন্য কোন কিছুর তুলনা করতে পারিনি অথচ আজকে আমার বা আমাদের চারপাশের মানুষগুলো ঠিকমত হাসতে পারেনা, নিস্পাপ হাসি তো দুরের কথা
কাউকে দোষ দিবনা, দিতে ভাল লাগছেনা কি ই বা হবে তা করে? সেই হাসি গুলো কি ফিরে পাবো? মনে হয় না শুধু সিনেমার পর্দায় ই দেখে যাবো যে মানুষ নামক যে প্রানীটি আছে তা নিস্পাপ হাসি হাসার ক্ষমতা রাখে এবং এভাবে হয়ত একদিন আমি আমার নিজের স্বাভাবিক হাসিটা-ই ভুলে যাবো

আমি হয়ত খুব দূর্বল প্রকৃতির মানুষ, তাই আমি হাসতে  ভুলে যেতে পারি কিন্তু আপনি কি আপনার স্বাভাবিক হাসিটি ধরে রাখতে পারবেন? নাকি আমার মত-ই হাসি ভুলে যাবেন? 

:: প্লেজারিজম এবং ফিডম ফাইটারস এর এস নিয়ে টানাটানি ::

 মানুষজন প্লেজারিজম নিয়ে কথা বলছে ফেসবুকে। ভালো লাগছে যে এতে যদি কারো কারো সেলফ - এস্টীম জন্মায়। চাকরির শুরুতে সব কাজ করার পরে যখন দেখতাম আর...